বন্ধ চা বাগানের শ্রমিক পরিবারের সন্তানদের সঙ্গে দোল উৎসবে মেতে উঠলো কালচিনি নাগরিক মঞ্চের সদস্যরা। সোমবার ডুয়ার্সের বন্ধ কালচিনি চা বাগানে শ্রমিক পরিবারের সন্তানদের সাথে হোলি খেলেন কালচিনি নাগরিক মঞ্চের সদস্যরা।
এদিন বন্ধ চা বাগানের সমস্ত শ্রমিক পরিবারের সন্তানদের কালচিনি নাগরিক মঞ্চের পক্ষ থেকে রঙ খেলার সামগ্ৰী প্রদান করা হয় । কালচিনি নাগরিক মঞ্চের চেয়ারম্যান বিনয় নার্জিনারী ও বিশিষ্ট জননেতা ও সমাজসেবী রঞ্জিত ঘোষ জানান যে আমরা সবাই চা বলয়ের সন্তান আর বন্ধ চা বাগানের অবস্থা কারো অজনা নয় ।