তিনি একাধারে বিষ্ণুর মতো বিজেপিকে পালন পোষণ করে লোকসভা ভোটে অবিশ্বাস্য সংখ্যক ভোটে কালচিনিতে বিজেপিকে জিতিয়েছিলেন ভেবেছিলেন বিজেপি সত্যই মানুষের জন্য কিছু করবে। কিন্তু মোহভঙ্গ হতে বেশি সময় লাগেনি তাই বর্তমানে রুদ্র শিবের মূর্তি ধরে বিজেপিকে তছনছ করে দিচ্ছেন। প্রাক্তন আদিবাসী বিকাশ পরিষদের এই জনপ্রিয় নেতা বিজেপি ছেড়ে বর্তমানে তৃণমূলে যোগদান করেছেন। প্রাক্তন আদিবাসী বিকাশ পরিষদের প্রায় সমস্ত গ্রুপই তার অনুসারী এবং কালচিনি তৃণমূল কংগ্রেসে তিনি সমস্ত গ্রুপের কাছেই গ্রহণযোগ্য। উল্লেখ্য কালচিনিতে প্রায় 62 পার্সেন্ট আদিবাসী ভোটার। কালচিনিতে আদিবাসী সম্প্রদায়ের কাছে তিনি এতটাই জনপ্রিয় যে কালচিনির আদিবাসী সম্প্রদায় এই বাহুবলী নেতাকে চোখ বন্ধ করে সমর্থন করেন। তার এই জনপ্রিয়তার কারণ তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সবসময় মানুষের পাশে থেকে
মানুষের হয়ে লড়াই করেছেন বলে কালচিনি তথা আলিপুরদুয়ারের রাজনৈতিক মহল মনে করছেন। 2021 এর বিধানসভা ভোটে কালচিনি যে বিজেপির হাতছাড়া হতে যাচ্ছে তা' চিন্তা করে আলিপুরদুয়ার জেলা বিজেপি খুবই চিন্তিত বলে জানা গেল সূত্রের মাধ্যমে। আগেই বলা হয়েছে
প্রাক্তন এই বিজেপি নেতা বর্তমানে তৃণমূলের কালচিনি ব্লকের নবনিযুক্ত সহ-সভাপতি তরুণ তুর্কী নেতা সন্দীপ এক্কা যিনি কালচিনিতে বিজেপির সংগঠন ভেঙে তছনছ করে দিচ্ছেন।
প্রায় রোজই কালচিনির বিভিন্ন অঞ্চল এবং
বুথে হানা দিয়ে তিনি কয়েক হাজার বিজেপির কর্মী ও সমর্থককে তৃণমূলে যোগদান
করিয়েছেন। সেই ক্রমে গত 18 অক্টোবর সন্দ্বীপ এক্কার নেতৃত্বে মধু চা
বাগানের 50 টি পরিবার তৃণমূলে যোগদান করেন আবার তার পরের দিন 19 অক্টোবর
কালচিনির বিজেপি নেতা টুলকু লামা সহ 250 টি বিজেপি পরিবার শ্রী এক্কার নেতৃত্বে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।
এই যোগদান পর্বগুলোতে তৃণমূলের জেলা এবং ব্লক স্তরের নেতারা উপস্থিত ছিলেন যোগদানকারী বিজেপি কর্মী-সমর্থকদের বক্তব্য হল বিজেপি কোনদিনই "আচ্ছে দিন" আনতে পারবে না, এখন তারা নিজেদের পেট ভরতে ব্যস্ত। তৃণমূল নেতা সন্দ্বীপ এক্কা বলেন বিজেপির কুশাসন এবং গভীর অন্তর দলীয় কোন্দলের কারণে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল অভিমুখী হচ্ছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন