নাগড়াকাটার বিধায়ক শুক্রা মুন্ডার নেতৃত্বে রেলের বেসরকারী করণের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন আদিবাসী সম্প্রদায়|
চালসা স্টেশন, নাগড়াকাটা স্টেশন, লুকসান স্টেশনে এই বিক্ষোভ দেখানো হয়| উপস্থিত ছিলেন বিধায়ক শুক্রা মুন্ডা সহ নাগড়াকাটা ব্লক তৃণমূল সভাপতি মনোজ মুন্ডা, মেটেলি ব্লক যুব তৃণমূল সভাপতি দিপক ভুজেল ও অন্যান্য নেতারা| প্রায় ৫০০ আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই বিক্ষোভে উপস্থিত ছিলেন|
ফোটো : সংগ্রিহীত
চালসা স্টেশন, নাগড়াকাটা স্টেশন, লুকসান স্টেশনে এই বিক্ষোভ দেখানো হয়| উপস্থিত ছিলেন বিধায়ক শুক্রা মুন্ডা সহ নাগড়াকাটা ব্লক তৃণমূল সভাপতি মনোজ মুন্ডা, মেটেলি ব্লক যুব তৃণমূল সভাপতি দিপক ভুজেল ও অন্যান্য নেতারা| প্রায় ৫০০ আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই বিক্ষোভে উপস্থিত ছিলেন|
ফোটো : সংগ্রিহীত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন