সোশ্যাল মিডিয়ায় প্রচারের নিরিখে তৃণমূল অপেক্ষা বিজেপি অনেকখানি আগাইয়া আছে। তথাপি, বর্তমানে দেখা যাইতেছে যে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের প্রচার ও খুব একটা পিছাইয়া নাই। কারণ সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের প্রচার করিবার জন্য শিক্ষিত তরুণ তরুণীরা স্ব-উদ্যোগে আগাইয়া আসিতেছেন। ইহাদের মধ্যে অনেকেই মনোগ্রাহী, দর্শক আকর্ষক বিষয় প্রস্তুত কোরিয়া সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছেন। তাহাতে নেটিজেনরা অনেকেই আগ্রহও দেখাইতেছেন। পাশের ছবিতে তাহারি একটি নমুনা প্রদর্শিত হইল।
যদিও সকলেই যে ভালো ভালো চিত্তাকর্ষক পোস্ট করিতেছেন তাহা নহে কারন আজকাল তৃতীয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিয়া থাকে। সাধারণতঃ ছবি দিয়া পোস্ট খুব একটি মনোগ্রাহী হয়না। কিন্তু গ্রাফিক্স ও বিষয়বস্তু যদি আকর্ষক হয় তবে তাহা দর্শকদের মনে প্রভাব বিস্তার করে ও তৎ দলীয় সমর্থক বৃদ্ধি করে। .. ক্রমশঃ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন