বিশেষ প্রতিনিধি, ভাস্কর দে।
আলিপুরদুয়ারঃ নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শতবর্ষ উদযাপন ও রাজ্য সম্মেলনকে ঘিরে জোর প্রস্তুতি চলছে আলিপুরদুয়ারে।
আগামী ১৪, ১৫, ১৬ অক্টোবর তিনদিনব্যাপী এই ঐতিহ্যমণ্ডিত সংগঠনের শতবর্ষ ও ২৩তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আলিপুরদুয়ার রবীন্দ্র ভবনে। রাজ্য অধিবেশনের মূল সভাপতি থাকবেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহেন্দ্রনাথ রায়।