বিশেষ প্রতিনিধি, ভাস্কর দে।
আলিপুরদুয়ারঃ নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শতবর্ষ উদযাপন ও রাজ্য সম্মেলনকে ঘিরে জোর প্রস্তুতি চলছে আলিপুরদুয়ারে।
আগামী ১৪, ১৫, ১৬ অক্টোবর তিনদিনব্যাপী এই ঐতিহ্যমণ্ডিত সংগঠনের শতবর্ষ ও ২৩তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আলিপুরদুয়ার রবীন্দ্র ভবনে। রাজ্য অধিবেশনের মূল সভাপতি থাকবেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহেন্দ্রনাথ রায়।
উল্লেখ্য, ১৯২২ সালে কবি-গীতিকার অতুলপ্রসাদ সেনের উদ্যোগে ও রবীন্দ্রনাথের সভাপতিত্বে বেনারস শহরে প্রথমে প্রবাসী বাংলা সাহিত্য সংগঠনটির শুভ সূচনা হয়। পরবর্তীকালে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন নামকরণ হয়। সংগঠনের শুরুর দিন থেকেই বাংলা সাহিত্যের প্রথিতযশা সাহিত্যিকরা বিভিন্ন সময় যুক্ত হয়েছেন ও আছেন। সংগঠনের রাজ্য অধিবেশনের অভ্যর্থনা কমিটির সভাপতি রমেন দে বলেন, "এমন একটি ঐতিহ্যমণ্ডিত সংগঠনের শতবর্ষ ও ২৩ তম রাজ্য অধিবেশন একইসঙ্গে আলিপুরদুয়ার শহরে হচ্ছে, এটা আমাদের কাছে গর্বের ব্যাপার। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শতবর্ষ ও ২৩ তম রাজ্য সম্মেলন উপলক্ষে আলিপুরদুয়ার শহরের সংঠনের সদস্যরা জোর প্রস্তুতি শুরু করেছে। সকলের সহযোগিতায় আশা করি, এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন