বর্তমান.ইন (bartamaan.in) একটি স্বতন্ত্র অনলাইন সংবাদ পোর্টাল, যা সংবাদ ও মতামত পরিবেশন করে। আমরা কোনোভাবে bartamanpatrika.com অথবা bartamanpatrika.in, কিংবা এ ধরনের অন্য কোনো ওয়েবসাইটের সাথে যুক্ত নই। আমাদের কোনো সম্পাদনা, মালিকানা, বা পরিচালনার সংযোগ তাদের সঙ্গে নেই।
bartamaan.in এবং bartamanpatrika এক ও অভিন্ন সত্তা নয়—এই বিষয়টি সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, ও সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে।
কেউ যেন বিভ্রান্ত না হন বা ভুলক্রমে ভেবে না নেন যে bartamaan.in এবং অন্য কোনো নামসদৃশ ওয়েবসাইট একই প্রতিষ্ঠানের অংশ।
এই বিষয়ে সকলের সদয় অবগতির জন্য অনুরোধ করা হচ্ছে।
—
bartamaan.in কর্তৃপক্ষ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন