মোট পৃষ্ঠাদর্শন

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

#MGM এর উদ্যোগে বারাসতে বৃহত্তম রক্তদান শিবির

 


গত ১১ই অক্টোবর জয়নগর কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস এবং  #MGM- মানবতার গর্ব মমতার পক্ষ থেকে যৌথ ভাবে দক্ষিণ ২৪ পরগণার দক্ষিণ বারাসতে আয়োজিত হয় বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবির। এই অনুষ্ঠানে ৯৬১ এর বেশি রক্তদাতা রক্ত দান করেছেন। হ্যাঁ ঠিকই শুনেছেন ৯৬১ জন রক্তদাতা। এই করোনা আবহেও মানুষ দাঁড়িয়েছে মানুষের পাশেই। হ্যাঁ যেভাবে মমতা ব্যানার্জী মানুষের পাশে দাঁড়ান। এই ৯৬১ পাউচ রক্তে হয়তো বেঁচে যাবে কয়েকটি মুমূর্ষ প্রাণ। 

রক্ত দান কে কেন্দ্র করে মানুষ যেভাবে আনন্দে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে রক্ত দান করেছেন তা সত্যি চোখে না দেখলে বিশ্বাস করবেন না। উক্ত অনুষ্ঠানে মাননীয় শ্রী শুভাশীষ চক্রবর্তী, কোষাধ্যক্ষ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সভাপতি, দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেস, সাংসদ, রাজ্যসভা, একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া শ্রীমতী প্রতিমা মন্ডল সাংসদ, জয়নগর লোকসভা, সভানেত্রী, দক্ষিণ ২৪ পরগণা জেলা মহিলা কংগ্রেস।



মাননীয় শ্রী গৌর সরকার, চেয়ারম্যান, কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস। মাননীয়া শ্রীমতী প্রণতি মাঝি সদস্যা, দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদ।
মাননীয়  মান্নান গাজী সভাপতি,বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেস। মাননীয় শ্রী গোপাল মাঝি সভাপতি, কুলতলি  ব্লক তৃণমূল কংগ্রেস। মাননীয় শ্রী শক্তিপদ মন্ডল সভাপতি, INTTUC দক্ষিণ ২৪ পরগণা। মাননীয় শ্রী সুবল মন্ডল কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। 

মাননীয়া শ্রীমতি প্রিয়া দত্ত, Ambassador of India for United Nations World Peace,Volunteer of United Nation (INDIA) & সভানেত্রী, মানবতার গর্ব মমতা। হাজী ইজাজ আহমেদ, রাজ্য সাধারণ সম্পাদক, #MGM- মানবতার গর্ব মমতা, সহ প্রমুখ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

Source : Hazi Izaz Ahmed.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি