মোট পৃষ্ঠাদর্শন

বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

সম্পাদকীয় : সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক প্রচার -১


  যদিও সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের নিজস্ব ও দলের দ্বারা স্বীকৃত প্রচার ব্যবস্থা রহিয়াছে তথাপি, তৃণমূলের হইয়া সোশ্যাল মিডিয়ায় কিছু স্বঘোষিত প্রচারকদের মধ্যে অধুনা একটি প্রবণতা লক্ষ করা যাইতেছে যে, প্রচার কিছু হউক বা না হউক বিশেষ উদ্দেশ্যে তাহারা জেলায় জেলায় ব্লকে ব্লকে নিজ নিজ সোশ্যাল মিডিয়া কমিটি গঠন  করিতেছেন। 

তবে ব্যক্তিগত উদ্যোগে যাহারা তৃণমূল বা মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রচার করিতেছেন তাহাদের সম্পর্কে ইহা প্রযোজ্য নহে।

 তৃণমূলের অনেক নেতাই আশঙ্কা প্রকাশ করিতেছেন যে ইহাও এক প্রকার ঘরের ভিতরে ঘর বা উপদল যাহা আখেরে তৃণমূল দলটির ক্ষতিসাধন করিলেও করিতে পারে। মুখ্যমন্ত্রীর উন্নয়নের স্রোতে প্রচুর মানুষজন আসিয়া তৃণমূলে যোগ দিতেছেন, তাহাদের মধ্য হইতে কিছু সংখ্যক লোককে নিয়া এই সমস্ত উপদল গঠিত হইতেছে, যাহা প্রকৃতই চিন্তার বিষয়। কারণ এইভাবে কেহ নিজ এনজিও কেহ নিজ ট্রাস্টের কলেবর বৃদ্ধি করিতেছেন। তৃণমূলের মধ্যে অনেক নেতাই বলাবলি করিতেছেন যে তৃণমূলের নিজস্ব বহু ফ্রন্টাল সংগঠন থাকা সত্ত্বেও তৃণমূলের নাম ভাঙ্গাইয়া জেলায় জেলায় নিজ নিজ এনজিও বা ট্রাস্টের কমিটি বানাইয়া নিজেদের নিহিত স্বার্থ চরিতার্থ করিবার প্রচেষ্টা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এই বিষয়ে তৃণমূলের রাজ্য নেতৃত্বের সজাগ থাকা একান্ত কর্তব্য।

সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

ধন্যবাদ দর্শকবৃন্দ

  বর্তমান বাংলা সংবাদের পক্ষ থেকে আমরা আমাদের দর্শকদের ধন্যবাদ জানাই। বর্তমান বাংলা সংবাদের উৎকর্ষতাকে 10 হাজারের বেশি মানুষ লাইক করেছেন।


 


বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

সম্পাদকীয় : সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক প্রচার


 সোশ্যাল মিডিয়ায় প্রচারের নিরিখে তৃণমূল অপেক্ষা বিজেপি অনেকখানি আগাইয়া আছে। তথাপি, বর্তমানে দেখা যাইতেছে যে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের প্রচার ও খুব একটা পিছাইয়া নাই। কারণ সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের প্রচার করিবার জন্য শিক্ষিত তরুণ তরুণীরা স্ব-উদ্যোগে আগাইয়া আসিতেছেন। ইহাদের মধ্যে অনেকেই মনোগ্রাহী, দর্শক আকর্ষক বিষয় প্রস্তুত কোরিয়া সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছেন। তাহাতে নেটিজেনরা অনেকেই আগ্রহও দেখাইতেছেন। পাশের ছবিতে তাহারি একটি নমুনা প্রদর্শিত হইল।

যদিও সকলেই যে ভালো ভালো চিত্তাকর্ষক পোস্ট করিতেছেন তাহা নহে কারন আজকাল তৃতীয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিয়া থাকে। সাধারণতঃ ছবি দিয়া পোস্ট খুব একটি মনোগ্রাহী হয়না। কিন্তু গ্রাফিক্স ও বিষয়বস্তু যদি আকর্ষক হয় তবে তাহা দর্শকদের মনে প্রভাব বিস্তার করে ও তৎ দলীয় সমর্থক বৃদ্ধি করে। .. ক্রমশঃ

রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনা স্থল থেকে কি বার্তা দিলেন

 


ময়নাগুড়িতে বিকানের গৌহাটি ট্রেনের ভয়াবহ এক্সিডেন্টে আলিপুরদুয়ার থেকে তৃণমূলের অনেক কর্মী নেতা সহ জেলার সভাপতি ও উপস্থিত হয়েছিলেন দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধারকার্যে। সেখানে আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি শ্রী প্রকাশ চিক বড়াইক সাংবাদিকদের কি বার্তা দিলেন।

দেখুন নিচের ভিডিওতে:


বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

আলিপুরদুয়ারের মানবিক গোপাল বাবু

 


#BartamaanNews

আজ আলিপুরদুয়ার চৌপথী এলাকায় প্রতি বছরের ন্যায় এই বছরও গোপাল বাবু গরীব দুস্থ মানুষদের কম্বল বিতরণ করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও আলিপুরদুয়ার টাউন ব্লক সভাপতি শ্রী দীপ্ত চ্যাটার্জি মহাশয় ও অনন্যা বিশিষ্ট সমাজসেবক।



মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি