মোট পৃষ্ঠাদর্শন

শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

আবার চিটফান্ড কেলেঙ্কারী প্রকাশ্যে, ধরা পড়ল অভিযুক্ত


 সারদা, নারদার পর্ব শেষ হতে না হতেই আরও একবার আলোচনার শীর্ষে উঠে এলো চিটফান্ড কেলেঙ্কারি। চিট ফান্ডের মাধ্যমে প্রতারণার অভিযোগে এবার নাসিক থেকে গ্রেপ্তার হলেন প্রধান অভিযুক্ত লিজা মুখার্জি। কার্যত জানা যাচ্ছে, অন্তত ৪০০ কোটি টাকার প্রতারণা হয়েছে। 

লিজা মুখার্জির বিরুদ্ধে টাকা দ্বিগুণ করে দেওয়ার নাম করে অন্তত ত্রিশ হাজার মানুষকে ঠকানোর অভিযোগ উঠে এসেছে। খাবার ও এনজিও ব্যবসার মাধ্যমে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন লিজা মুখার্জি। সঙ্গে থাকত উপরি পাওনার আশ্বাস। অন্যদিকে লিজা ধরা পড়লেও তাঁর স্বামী এখনো পর্যন্ত নিরুদ্দেশ। আপাতত তার খোঁজে পুলিশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি