জলপাইগুড়ি জেলার দশদরগার দেবনাথ পরিবারের ১৫১ তম শ্রী শ্রী বাসন্তী পূজার শুভ উদ্বোধন করলেন জেলা শাসক মাননীয়া শ্রীমতী মৌমিতা গোধারা বসু উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শ্রী দেবর্ষি দত্ত , জাল্পেশ ট্রাস্টি বোর্ডের শ্রী গীরিন দেব, জল্পেশ মন্দিরের প্রধান পুরুহিত সমর চক্রবর্তী, রামকৃষ্ণ মিশনের সুবীর মহারাজ, হনুমান মন্দিরের ভূষণ সিং মহারাজ, সহিত্যিক আনন্দ গোপাল ঘোষ উমেশ শর্মা, সাইন্স এন্ড নেচার ক্লাবের রাজা রাউত , হাজী মমতাজ আলী, কালু সাহেবের ইমাম নাসিমদ্দিন মোহাম্মদ, দীনেশ বিশ্বাস ।
অনুষ্ঠানে সাইন্স এন্ড নেচার ক্লাবের হতে ৫ হাজার টাকা , জেলার দুইজন কৃষি রত্ন কে ১০০০ টাকা করে উপহার স্বরূপ দেওয়া হয়, এছাড়াও অজিত বর্মন ( বঙ্গ রত্ন) ও হায়দার আলীকে ( Phd Student) কে বিশেষ সন্মান জানানো হয়। এছাড়াও এলাকার ৫০০ জনকে নিয়ে ইফতার পার্টি করা হয় এবং উপহার স্বরূপ বস্ত্র দেওয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন