মোট পৃষ্ঠাদর্শন

রবিবার, ৫ জুন, ২০২২

প্রবীণ সাংবাদিকের সরকারি ভাতা নিয়ে আক্ষেপ প্রকাশ


প্রবীন সাংবাদিক রমেন দে


আলিপুরদুয়ারঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আলিপুরদুয়ার সফরের ঠিক আগে প্রবীন সাংবাদিকদের সরকারি ভাতা নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন বুকে প্রেসমেকার বসানো অসুস্থ প্রবীন সাংবাদিক রমেন দে।
গত প্রায় ৪০ বছর ধরে উত্তরবঙ্গের ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলা থেকে নিয়মিত সাপ্তাহিক সাংবাদপত্র "ডুয়ার্স সমাচার" প্রকাশ করে চলেছেন প্রবীন এই সাংবাদিক।
মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখেই ৭২ বছর বয়সি প্রবীন সাংবাদিক রমেন দের আক্ষেপ ২০০৬ সালে এ্যক্রেডিয়েশন কার্ড পেলেও আজও পর্যন্ত তিনি সরকারি ভাতা থেকে বঞ্চিত।পাশাপাশি রমেন বাবু এও জানান প্রায় বছর চারেক আগে মুখ্যমন্ত্রী প্রবীন সাংবাদিকদের জন্য মাসে আড়াই হাজার টাকার ভাতা ঘোষনা করলেও উত্তরবঙ্গের প্রবীন সাংবাদিকেরা সেই ভাতা থেকে বঞ্চিত।
রমেন দে বলেন সরকারি গাইডলাইন মেনেই আজ থেকে প্রায় ৪০ বছর আগে আর,এন,আই রেজিস্ট্রার করে তিনি "ডুয়ার্স সমাচার" পত্রিকা প্রকাশ করা শুরু করেন।
তিনি বলেন প্রবীন সাংবাদিকদের সরকারি ভাতা নিয়ে বছর খানেক আগে কোলকাতা প্রেসক্লাবের কিছু সাংবাদিকদের নিয়ে একটি কমিটি গঠন করেন।রমেন দের আক্ষেপ সেই কমিটি দক্ষিণবঙ্গের কিছু প্রবীন সাংবাদিকদের সরকারি ভাতায় নিয়ে এলেও উত্তরবঙ্গের প্রবীন সাংবাদিকেরা এখনও পর্যন্ত সেই ভাতা থেকে বঞ্চিত।
রমেন দে জানিয়েছেন এক বছর আগে আলিপুরদুয়ার জেলা তথ্য সাংস্কৃতিক দপ্তর থেকে সরকারি পেন্সনের জন্য এক আধিকারিক রমেন বাবুর যাবতীয় নথিপত্র নবান্নে পাঠিয়েছেন।তবে এখনও পর্যন্ত সেই সরকারি ভাতা অন্ধকারে।
আলিপুরদুয়ারের আরেক ক্ষুদ্র পত্রিকা ভলকা সমাচারের  সম্পাদক ষাটোর্ধ মহিলা দীপালী বাগচি জানিয়েছেন আমার পত্রিকাও সরকারি অনুমোদন প্রাপ্ত।এবং আমারও এ্যক্রেডিয়েশন কার্ড রয়েছে।জেলা তথ্য সাংস্কৃতিক দপ্তরে একাধিকবার আবেদন নিবেদন করেও কোন লাভ হয়নি।তাই  সরকারি ভাতার আশা এখন হতাশায় পরিনত হয়েছে।অথচ দক্ষিনবঙ্গের শতাধিক প্রবীন সাংবাদিক এই সরকারি ভাতার আওতায় রয়েছেন।আমাদের বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের প্রবীন সাংবাদিকদের সরকারি ভাতা নিয়ে নিজেই পদক্ষেপ নেবেন।
প্রবীন সাংবাদিকদের সরকারি ভাতা নিয়ে জেলা তথ্য সাংস্কৃতিক দপ্তর থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি