দেখলে মনে হতেই পারে বাংলার কোনও রাজপথ। আগরতলায় মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো দেখে একপ্রকার অবাক রাজনৈতিক মহল।
মঙ্গলবার, সকালেই ত্রিপুরা পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বেলা পৌনে ১টা নাগাদ মেলার মাঠ সংলগ্ন গান্ধীঘাট থেকে রোড শো শুরু করেন অভিষেক। সঙ্গে ত্রিপুরার তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা। রোড শো শেষে জি বি বাজারেই জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২০ জুন আরও দুটি জনসভা করার কথা রয়েছে তাঁর। এদিন অভিষেকের রোড শো ঘিরে জনজোয়ার প্রমাণ করছে ত্রিপুরাতে তৃণমূলের জমি যথেষ্ট মজবুত। এই রোড শো ঘিরে উন্মাদনা তুঙ্গে। আগরতলার রাজপথ কার্যত তৃণমূলের দখলে।
চলতি মাসেই ত্রিপুরার চারটি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে। আগরতলা, সুরমা-সহ চারটি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে তৃণমূল। তবে, অভিষেকের রোড শো-র জনজোয়ার বিজেপি-সহ অন্যান্য দলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তা বলা বাহুল্য।
Source: Media
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন