মোট পৃষ্ঠাদর্শন

রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

আলিপুরদুয়ার বিজেপির 9 নম্বর মণ্ডলের অভিনন্দন যাত্রায় অন্তর্দলীয় কোন্দল চোখে পড়ার মতো

Image
আলিপুরদুয়ার বিজেপি 9 নম্বর মন্ডলের অভিনন্দন যাত্রায় জনা পঞ্চাশেক নেতা-কর্মীদের উপস্থিতি দেখা গেল। স্থানীয় মানুষজনের কোন আগ্রহ বা উপস্থিতি ছিল না। ছিল না  চা বাগান কর্মীদের উপস্থিতি। তাই নমো নমো করে অভিনন্দন যাত্রা সারলেন তারা।
কিছুদিন আগে নয় নম্বর মণ্ডলের জনপ্রিয় সভাপতিকে জেলা সভাপতি অপসারণ করেন, স্থানীয় লোকজন ওয়াকিবহাল মহল মনে করছেন এটি তারই ফলাফল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা জানালেন যে 9 নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতির সঙ্গেই অধিকাংশ নেতা ও কর্মীরা আছেন। এবং তারা কেউই অভিনন্দন যাত্রায় অংশগ্রহণ করেননি। ফলে আলিপুরদুয়ারে বিজেপির এই নয় নম্বর মন্ডলটি শক্তিহীন হয়ে পড়েছে।

সূত্রের খবর তারা বর্তমানে নিষ্ক্রিয় আছেন  এবং কোনরকম দলীয়  কর্মসূচিতে অংশগ্রহণ করছেন না। তারা 2021 এর নির্বাচনে  অন্য কোন দলের সঙ্গেও  হাত মেলাতে পারেন। মিছিলটি পুরাতন হাসিমারা থেকে শুরু হয়ে কিছুদূর হাঁটার পরে সমাপ্ত হয়ে যায়।
Image

বাগান শ্রমিক ও কর্মচারীদের মধ্যে এনআরসি, সিএএ এবং এনপিআর নিয়ে আতঙ্ক ছড়িয়েছে কারণ অধিকাংশ বাগানের লোকজনের কাছে কোন কাগজপত্র নেই। অভিনন্দন যাত্রা ফ্লপ হওয়ার পিছনে এটি একটি বড় কারণ বলে সূত্রের খবর। অপরদিকে নবনিযুক্ত মন্ডল সভাপতি তেমন কোন জনবল নেই। 


মন্ডলের অধিকাংশ নেতা ও কর্মীরা তাকে সাথ দিচ্ছেন না বলে জানা গেছে, যদিও তিনি জেলা সভাপতির খুব কাছের লোক।
কালচিনি তৃণমূলের এক স্থানীয় নেতা বললেন যে, লোকসভা ইলেকশনে বাগানের লোকরাই কালচিনিতে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করেছিলেন, বর্তমানে তারা এনআরসি, এনপিআর, সিএএর  ভয়ে বিজেপির  সঙ্গ ত্যাগ করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি