মোট পৃষ্ঠাদর্শন

বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

ফালাকাটায় তৃণমূলের মেগা মিছিল

এনআরসি এনপিআর ও সি এ এ এর বিরুদ্ধে ফালাকাটায় মেগা র‍্যেলি করল আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। প্রায় এক লক্ষ লোকের এই ঐতিহাসিক মিছিল কয়েক ঘণ্টার জন্য ফালাকাটার রাস্তাঘাট কে স্তব্ধ করে রাখে। 

এই মিছিলে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী সহ রাজ্যের দুই মন্ত্রী মন্ত্রী পূর্ণেন্দু বসু ও রাজীব বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য কয়েকজন জেলা নেতা। অবশেষে ফালাকাটা চৌপথি তে তারা একটি পথসভা করেন সেখান থেকে তারা এনআরসি এনপিআর ও সি এ এ এর বিরুদ্ধে বক্তব্য রাখেন নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি গুলো সম্পর্কেও তারা বিশদে বক্তব্য রাখেন। 


ওই সভায় তারা এও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে আছেন তিনি কোনোভাবেই এনআরসি এনপিআর ও সি এ এ এর মত জনবিরোধী নীতি বাংলায় লাগু করতে দেবেন না। এই কার্যক্রমের মধ্যে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও নজরে পড়ে। স্থানীয় মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিও ছিল নজর কাড়ার মতো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি