মোট পৃষ্ঠাদর্শন

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

#MGM এর উদ্যোগে বারাসতে বৃহত্তম রক্তদান শিবির

 


গত ১১ই অক্টোবর জয়নগর কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস এবং  #MGM- মানবতার গর্ব মমতার পক্ষ থেকে যৌথ ভাবে দক্ষিণ ২৪ পরগণার দক্ষিণ বারাসতে আয়োজিত হয় বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবির। এই অনুষ্ঠানে ৯৬১ এর বেশি রক্তদাতা রক্ত দান করেছেন। হ্যাঁ ঠিকই শুনেছেন ৯৬১ জন রক্তদাতা। এই করোনা আবহেও মানুষ দাঁড়িয়েছে মানুষের পাশেই। হ্যাঁ যেভাবে মমতা ব্যানার্জী মানুষের পাশে দাঁড়ান। এই ৯৬১ পাউচ রক্তে হয়তো বেঁচে যাবে কয়েকটি মুমূর্ষ প্রাণ।

বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

বাজার এবং গণতন্ত্ৰের বিপনন

বাজার এবং গণতন্ত্ৰের  বিপনন   
কিংশুক চক্ৰবর্তী

কিংশুক চক্ৰবর্তী
কিংশুক চক্ৰবর্তী

এই বিশ্বে যেকোনো অধিকারের তুলনায় অর্থনৈতিক অধিকার খুবই গুরুত্বপূর্ণ৷ আৰ্থিক অধিকারকে অৰ্জন করতে প্ৰতিটি মানুষ এক সংগ্ৰামপূর্ণ জীবন যাপন করে চলেছে যেখানে কখনো কখনো নিজের জীবন যেন মূল্যহীন হয়ে যায়।  নিরাপত্তাহীন জীবন যাপনকে বয়ে নিয়ে যাওয়া মানুষের কাছে রাজনৈতিক এবং নাগরিক অধিকারগুলির কোনো  প্ৰাসঙ্গীকতা আছে কি ? কারণ যে সমাজ ব্যবস্থায় সর্বত্ৰ এক চরম অভাববোধ বিরাজ করছে সেখানে গনতান্ত্ৰিক তথা নাগরিক অধিকারগুলির  অবস্থা বিলাসী সামগ্ৰীর মতোই ৷ যাকে দেখতে শুনতে ভালোই লাগে কিন্তু অর্জন করতেই যোগ্যতার প্ৰশ্ন এসে যায় । অথচ নীতিগত ভাবে গণতান্ত্ৰিক বা নাগরিক অধিকারগুলিকে অগ্ৰাহ্য করা যায় না কারণ এই অধিকারগুলির মধ্যে দিয়েই মানুষ বাস্তবিক ভাবে  অর্থনৈতিক স্বাধীনতাকে অর্জন করতে পারে ।

শনিবার, ৭ নভেম্বর, ২০২০

মাস্ক ছাড়াই সফর, স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দায়িত্বজ্ঞান’ নিয়ে প্রশ্ন উঠছে

 


করোনা-আবহে বাংলায় এসে মাস্ক ছাড়া সফর নিয়ে বিতর্কের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার প্রথমে দক্ষিণেশ্বর মন্দির এবং পরে সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে একাধিকবার মাস্ক ছাড়াই দেখা গিয়েছে অমিত শাহকে। সঙ্গত কারণেই তা নিয়ে উঠেছে প্রশ্ন। সেই প্রশ্ন আরও জোরাল হয়েছে অমিত নিজে এর আগে করোনায় আক্রান্ত হওয়ায়। তৃণমূল সাংসদ সৌগত রায় যেমন বলেছেন, ‘‘এটা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন আচরণ।’’ তবে শুধু তৃণমূলই নয়, গোটা ঘটনাপ্রবাহে অমিতের ‘দায়িত্বজ্ঞান’-এর অভাব দেখছেন চিকিৎসকরাও।

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

ভোটে সন্ত্রাস হবে না,বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

 


আজ পিকে ও তৃণমূলের তরফে টুইটারে একটি হ্যাশট্যগ #BengalAsksAmitShah যেমন ভাইরাল হযেছে অমিত শাহের বিপক্ষে অন্যদিকে অমিত শাহ ২১শের ভোট নিয়ে মোদ্দা কি কি বললেন জানুন নিচের খবরে| সকালের দিকে অমিত শাহ বলেন, “এই ভূমি শ্রীরামকৃষ্ণ, শ্রীচৈতন্যের। বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে হবে। তোষণের রাজনীতিতে ঐতিহ্য ক্ষুণ্ন হচ্ছে। বাংলার এই ভূমি পবিত্রভূমি। বাংলাবাসীকে বলব একজোট হয়ে দায়িত্বপালন করুন। মা কালীর কাছে গোটা দেশ তথা বাংলার মঙ্গল কামনা করেছি। মোদির নেতৃত্বে দেশ সেরার সেরা হবে তাই চাই।

বুধবার, ৪ নভেম্বর, ২০২০

গ্রেফতার সাংবাদিক অর্ণব গোস্বামী,আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ

 


ঋণ শোধ না করা এবং আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ। আর তাতেই সাংবাদিক অর্ণব গোস্বামীকে থানায় নিয়ে গেল মহারাষ্ট্র সিআইডি। সূত্রের খবর, রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ।২০১৮ সালে এক ইন্টিরিয়র ডিজাইনার ও তাঁর মায়ের আত্মহত্যার মামলায় অর্ণবের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনেন মৃতর মেয়ে। সেই মামলা সূত্রেই এই গ্রেফতারি বলে জানা গিয়েছে।

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি