মোট পৃষ্ঠাদর্শন

শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

তরাই ডুয়ার্স প্লান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নের কনভেনশন

আজ ২১ জানুয়ারী ২০২০ নাগরাকাটা আদিবাসী চর্চা কেন্দ্রে তরাই ডুয়ার্স প্লান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নের তরফে তরাই ডুয়ার্স এর প্রায় 500 শ্রমিক নেতাদের উপস্থিতিতে একটি কনভেনশন অনুষ্ঠিত হলো। চা শ্রমিকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ ব্যবহার, ভবিষ্যৎ কর্মপন্থা এবং আন্দোলনের রূপরেখা স্থির করাই এই কনভেনশনের মুখ্য উদ্দেশ্য ছিল।

তরাই ডুয়ার্স এর  বিভিন্ন ক্ষেত্র থেকে আগত  শ্রমিক নেতারা চা শ্রমিকদের অবর্ণনীয় দুর্দশার কথা ওই সভায় তুলে ধরেন ও তার প্রতিকারের পথ নির্ধারণ সম্পর্কিত আলোচনা করেন। আলিপুরদুয়ারের সাংসদ চা শ্রমিকদের জন্য যে কিছুই করছেন না ও মানুষকে নানা পন্থায় বিভ্রান্ত করছেন তা কেন্দ্রীয় সরকারের বাজেটেই প্রতিফলিত হয়েছে বলে অনেকে অভিমত প্রকাশ করেন।

বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

ফালাকাটায় তৃণমূলের মেগা মিছিল

এনআরসি এনপিআর ও সি এ এ এর বিরুদ্ধে ফালাকাটায় মেগা র‍্যেলি করল আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। প্রায় এক লক্ষ লোকের এই ঐতিহাসিক মিছিল কয়েক ঘণ্টার জন্য ফালাকাটার রাস্তাঘাট কে স্তব্ধ করে রাখে। 

এই মিছিলে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী সহ রাজ্যের দুই মন্ত্রী মন্ত্রী পূর্ণেন্দু বসু ও রাজীব বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য কয়েকজন জেলা নেতা। অবশেষে ফালাকাটা চৌপথি তে তারা একটি পথসভা করেন সেখান থেকে তারা এনআরসি এনপিআর ও সি এ এ এর বিরুদ্ধে বক্তব্য রাখেন নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি গুলো সম্পর্কেও তারা বিশদে বক্তব্য রাখেন। 

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

গেরুয়া শিবিরে নাম লেখালেন আলিপুরদুয়ারের সাংবাদিক সুমন কাঞ্জিলাল

Image
আসন্ন পুর ভোটের আগে নতুন জেলা কমিটি গঠন করলো আলিপুরদুয়ার জেলা বিজেপি। সোমবার আলিপুরদুয়ার বিজেপি জেলা কমিটি 21 জনের একটি নামের তালিকা প্রকাশ করে।

ওই তালিকায় অন্যান্য কিছু নতুন মুখের সঙ্গে জেলা সাধারণ সম্পাদক হিসেবে আলিপুরদুয়ারের এক সাংবাদিক সুমন কাঞ্জিলালের নাম দেখা যায়। সূত্রের খবর কলেজ জীবনে ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত থাকার পর তাকে আর রাজনীতির আঙিনায় দেখা যায়নি। দীর্ঘদিন তিনি সাংবাদিক হিসেবেই পরিচিত ছিলেন।

সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

রাজনৈতিক ভাবে আন্দোলন মোকাবিলার সাহস নেই, ভয় পেয়েছে বিজেপি : মমতা

Image
ফাইল ছবি (PTI)
ওরা ভয় পেয়েছে। তাই CAA আন্দোলনকারীদের কাছে গিয়ে গুলি চালাচ্ছে তারা। রাজনৈতিকভাবে পরিস্থিতির মোকাবিলা করার সাহস নেই কেন্দ্রের শাসকদলের। সোমবার নবান্ন থেকে বেরনোর সময় এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যদি কেউ কোথাও শান্তিপূর্ণ আন্দোলন করে তাহলে কোনও সমস্যা নেই। সেকথা তো সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছে। আমাদের এখানেও পার্ক সার্কাসে ওরা বসে রয়েছে। আমরা তাদের কোনও ভাবে বিরক্ত করিনি। শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার সবার আছে।'

রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

আলিপুরদুয়ার বিজেপির 9 নম্বর মণ্ডলের অভিনন্দন যাত্রায় অন্তর্দলীয় কোন্দল চোখে পড়ার মতো

Image
আলিপুরদুয়ার বিজেপি 9 নম্বর মন্ডলের অভিনন্দন যাত্রায় জনা পঞ্চাশেক নেতা-কর্মীদের উপস্থিতি দেখা গেল। স্থানীয় মানুষজনের কোন আগ্রহ বা উপস্থিতি ছিল না। ছিল না  চা বাগান কর্মীদের উপস্থিতি। তাই নমো নমো করে অভিনন্দন যাত্রা সারলেন তারা।
কিছুদিন আগে নয় নম্বর মণ্ডলের জনপ্রিয় সভাপতিকে জেলা সভাপতি অপসারণ করেন, স্থানীয় লোকজন ওয়াকিবহাল মহল মনে করছেন এটি তারই ফলাফল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা জানালেন যে 9 নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতির সঙ্গেই অধিকাংশ নেতা ও কর্মীরা আছেন। এবং তারা কেউই অভিনন্দন যাত্রায় অংশগ্রহণ করেননি। ফলে আলিপুরদুয়ারে বিজেপির এই নয় নম্বর মন্ডলটি শক্তিহীন হয়ে পড়েছে।

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি