আজ ২১ জানুয়ারী ২০২০ নাগরাকাটা আদিবাসী চর্চা কেন্দ্রে তরাই ডুয়ার্স প্লান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নের তরফে তরাই ডুয়ার্স এর প্রায় 500
শ্রমিক নেতাদের উপস্থিতিতে একটি কনভেনশন অনুষ্ঠিত হলো। চা শ্রমিকদের সঙ্গে
কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ ব্যবহার, ভবিষ্যৎ কর্মপন্থা এবং আন্দোলনের
রূপরেখা স্থির করাই এই কনভেনশনের মুখ্য উদ্দেশ্য ছিল।
তরাই ডুয়ার্স এর বিভিন্ন ক্ষেত্র থেকে আগত শ্রমিক নেতারা চা শ্রমিকদের অবর্ণনীয় দুর্দশার কথা ওই সভায় তুলে ধরেন ও তার প্রতিকারের পথ নির্ধারণ সম্পর্কিত আলোচনা করেন। আলিপুরদুয়ারের সাংসদ চা শ্রমিকদের জন্য যে কিছুই করছেন না ও মানুষকে নানা পন্থায় বিভ্রান্ত করছেন তা কেন্দ্রীয় সরকারের বাজেটেই প্রতিফলিত হয়েছে বলে অনেকে অভিমত প্রকাশ করেন।
তরাই ডুয়ার্স এর বিভিন্ন ক্ষেত্র থেকে আগত শ্রমিক নেতারা চা শ্রমিকদের অবর্ণনীয় দুর্দশার কথা ওই সভায় তুলে ধরেন ও তার প্রতিকারের পথ নির্ধারণ সম্পর্কিত আলোচনা করেন। আলিপুরদুয়ারের সাংসদ চা শ্রমিকদের জন্য যে কিছুই করছেন না ও মানুষকে নানা পন্থায় বিভ্রান্ত করছেন তা কেন্দ্রীয় সরকারের বাজেটেই প্রতিফলিত হয়েছে বলে অনেকে অভিমত প্রকাশ করেন।