মোট পৃষ্ঠাদর্শন

শনিবার, ৩ অক্টোবর, ২০২০

দেশের সবথেকে বড় অতিমারী হল বিজেপি

 


উত্তর প্রদেশের হাথরসে ১৯ বছর বয়সী দলিত মহিলাকে গণধর্ষণ ও পরবর্তী মৃত্যুর বিরুদ্ধে মমতা বন্দোপাধ্যায় আজ একটি প্রতিবাদ মিছিল নিয়ে পথে নামেন। তৃণমূল নেতাদের বক্তব্য বিজেপি সরকার টিএমসিকে ভয় পাচ্ছে। প্রথমে তারা অবৈধ কৌশল অবলম্বন করেছিল এবং ধর্ষণের শিকারের লাশ একটি অবৈধ উপায়ে রাতের অন্ধকারে শেষকৃত্য করল।
গতকাল যখন ডেরেক ও'ব্রায়েন এবং অন্যান্য টিএমসির নেতারা গিয়ে ভুক্তভোগীর পরিবারের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যোগী সরকার একটি কাপুরুষোচিত আচরণে ইউপিতে ১৪৪ ধারা জারি করেছিল, যাতে তারা ক্ষতিগ্রস্থের পরিবারের সাথে দেখা করতে না পারে।

আজকের প্রতিবাদ মিছিল থেকে বিজেপিকে জোরালো বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।মূখ্যমন্ত্রী জনতার উদ্দেশে ভাষনে বলেন "দেশের সবথেকে বড় অতিমারী হল বিজেপি"|

“আমার হাতের টর্চ দলিত ভাইবোনদের উপর বিজেপি-র নেতৃত্বে যে অন্ধকার নামিয়ে আনা হয়েছে, তা থেকে তাঁদের বার করে আলোয় নিয়ে আসার প্রতীক।” - বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি