মোট পৃষ্ঠাদর্শন

বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

ভোটের আগে তৃণমূলের নয়া কর্মসূচি ‘মার্ক ইওরসেল্ফ সেফ ফ্রম বিজেপি'

 


এখনো বাংলায় বিধানসভা নির্বাচন হতে বেশ কয়েক মাস দেরি। তবুও সময় নষ্ট না করে পুজোর মধ্যেই বিজেপির বিরুদ্ধে নতুন প্রচার কর্মসূচি শুরু করে দিল রাজ্যের শাসকদল। তৃণমূলের এই নয়া কর্মসূচির নাম ‘মার্ক ইওরসেল্ফ সেফ ফ্রম বিজেপি’ অর্থাৎ নিজেকে বিজেপির থেকে সুরক্ষিত বলে চিহ্নিত করুন।রাজ‍্য তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কোভিড পরিস্থিতিতে প্রচার মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে ডিজিটাল প্ল্যার্টফর্মকে। এই কর্মসূচির প্রচার মূলত সোশ্যাল মিডিয়াতেই চালানো হবে। প্রচারের জন্য savebengalfrombjp.com নামে একটি ওয়েবসাইটও খোলা হয়েছে। 


 একসঙ্গে ফেসবুক, ট্যুইটারেও নিজেকে ‘সেফ’ চিহ্নিত করার সুযোগ পাবেন সাধারণ মানুষ তথা ভোটাররা। তৃণমূল নেতৃত্বের দাবি, বর্তমানে প্রায় প্রতিটি মানুষের হাতেই অ্যানড্রয়েড ফোন রয়েছে। বেশিরভাগ ব্যক্তিই সোশ্যাল মিডিয়ার সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। তাই বিজেপির বিরুদ্ধে জনসাধারণকে ঐক্যবদ্ধ করতেই এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।

‘বাংলার গর্ব মমতা’ নামে ট্যুইটার হ্যান্ডেলের মাধ্যমে নতুন প্রচার কর্মসূচি নিয়ে লেখা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘বই পড়ার বয়সে বাচ্চাদের হাতে তরোয়াল ও বন্দুক তুলে দেওয়া হচ্ছে। ধর্ম ও বর্ণের ভিত্তিতে মানুষকে আক্রমণ করা হচ্ছে। আমাদের এই বিভেদের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। নিজেকে বিজেপির থেকে সুরক্ষিত চিহ্নিত করতে http://savebengalfrombjp.com এ ক্লিক করুন’। 

বঙ্গ রাজনীতির বিশেষজ্ঞদের মতে, করোনা অতিমহামারীর মধ্যে আগাভাগেই জমায়েত এড়াতে চেয়ে নতুন পন্থা বেছে নিল শাসকদল। তাই ডিজিটাল প্লার্টফর্মকে হাতিয়ার করতে উদ্যোগী হচ্ছেন তাঁরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি