মোট পৃষ্ঠাদর্শন

বুধবার, ৭ অক্টোবর, ২০২০

দুই জেলায় তৃণমূলে অন্তরদলীয় কোন্দল

 আলিপুরদুয়ারে ক্ষুব্ধ আশিস দত্ত দলের পদ ছাড়লেন। 


কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে এবারে আলিপুরদুয়ারে বিদ্রোহী হলেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আশিস দত্ত। মঙ্গলবার তিনি তৃণমূলের জেলা সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। তার ইস্তফার খবর ছড়িয়ে পড়তেই শাসক দলের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়। তবে দলের জেলা শহর সভাপতি পদ থেকে ইস্তফা দিলেও একজন সাধারন তৃণমূল কর্মী হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন আশিষ বাবু।
আশিস দত্তের ইস্তফার বিষয়ে ক্ষোভ জানিয়ে তৃণমূলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী বলেন "আশিস বাবূর ইস্তফার বিষয়ে আমার কিছু জানা নেই । তার ইস্তফাপত্র আমার কাছে আসেনি তবে দলের কোন বিষয়ে কারো কিছু বলার থাকলে আমাকে জানাতে পারেন। মিডিয়ার সামনে বলে দলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে"।

সোমবার তৃণমূলের আলিপুরদুয়ার জেলা কমিটি ও ব্লক কমিটি ঘোষণা করার পর দলে আভ্যন্তরীণ কলহ আশঙ্কা করেছিলেন অনেকেই সোমবারই ফালাকাটায় তৃণমূলের বিদায় ব্লক যুব সভাপতি সঞ্জয় দাস দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দেন। এর 24 ঘণ্টার মধ্যে এবার আলিপুরদুয়ার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা আলিপুরদুয়ার শহরের বর্ষীয়ান নেতা আশীষ দত্ত দলের সহ সভাপতির পদ থেকে ইস্তফার কথা জানান। নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে আশিস দত্ত অভিযোগ করেন বর্তমানে জেলায় যারা দায়িত্বে আছেন আমার সঙ্গে কোন যোগাযোগ রাখেন না। নতুন কমিটি নিয়ে আমার কোনো মতামত নেওয়া হয়নি। যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে যোগ্যদের সম্মান দেওয়া হয়নি। যারা দলের সঙ্গে জড়িত নন তাদেরও দলে পদ দেওয়া হয়েছে। তাই জেলার সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে একজন সাধারণ কর্মী হিসেবে দলের কাজ করবেন বলে আশিস দত্ত জানিয়েছেন। 
 
সূত্রের খবর আশিস দত্ত আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীর ঘনিষ্ঠ। জেলা কমিটিতে সৌরভকে তেমন গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়নি বলে অভিযোগ। তবে বর্তমান জেলা কমিটির নেতারা জানিয়েছেন আশিস দত্ত ইস্তফা দিলেও দলে এর কোনো প্রভাব পড়বে না। কালচিনিতেও তৃণমূলের অভ্যন্তরে ক্ষোভ তুষের আগুনের মতো ধিকি ধিকি জ্বলছে। সূত্রের খবর টিম পি'কের লোকজনকে ম্যানেজ করে কয়েকটি দল ঘুরে সদ‍্য আগত এই নেতা জেলার কো-অর্ডিনেটর এর পদ পেয়ে পুরনো নেতাদের তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। অনেকেই প্রশ্ন রাখছেন এই নেতার ভাবমূর্তির উপর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি