মোট পৃষ্ঠাদর্শন

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

হ্যামিলটনগঞ্জে তৃণমূলের ধিক্কার মিছিল

 


আজ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ক্রিয়া-কলাপ এবং হাথরস ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে কালচিনি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালচিনি থেকে একটি ধিক্কার মিছিল বেরিয়ে হ্যামিল্টন গঞ্জের বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়। এই মিছিলটিতে হাজার দেড়েক মানুষ উপস্থিত ছিলেন। মিছিলটির নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের কালচিনি ব্লকের নবনিযুক্ত সভাপতি গণেশ মহালি, সহ-সভাপতি সন্দ্বীপ এক্কা সহ আরো অন্যান্য কয়েকজন নেতা। 

তৃণমূল কংগ্রেসের নেতা আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিপক্ষে বক্তব্য রাখেন গণেশ মহালি, মৃদুল গোস্বামী সহ আরো কয়েকজন।
তবে সূত্রের খবর এই মিছিলে ব্লক তৃণমূল কংগ্রেসের পুরনো এবং অতি পুরনো কোনো নেতা উপস্থিত ছিলেন না কোন অজ্ঞাত কারণে। যারা নতুন ভাবে অন্যান্য দল থেকে তৃণমূলে যোগদান করেছেন তাদের উপস্থিতিই দেখা দিয়েছে এই মিছিলে।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি