হাথরস গ্যাংরেপ কান্ডে মৃত দলিত কন্যার পরিবারের সঙ্গে দেখা করতে যাবার সময় রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর গাড়ি যমুনা এক্সপ্রেস ওয়ের উপর ইউপি পুলিশ আটক করে। পুলিশ তাদের গাড়ি আটকাবার পর রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী হেঁটেই মৃতার বাড়িতে পৌছাবার চেষ্টা করেন।
সূত্রের খবর এরপরই রাহুল গান্ধী বলেন যে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে। রাহুল গান্ধী বলেন যে "পুলিশ আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং আমার উপর লাঠিচার্জ করে।" তিনি আরো বলেন যে "এদেশে কি শুধু মোদিজী চলতে পারেন? একজন সাধারন মানুষের কি চলার অধিকার নেই? আমাদের গাড়িকে আটক করা হয়েছে তাই আমরা পায়ে হেঁটেই যাত্রা করছিলাম"।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন