বিজেপির নবান্ন অভিযান কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে ব্যাপক প্রচার শুরু হয়েছে। ওই মিছিল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় ঘটনাটিতে অতিরিক্ত মাত্রা যোগ হয়েছে। সর্বত্রই তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই প্রচার ভাইরাল হয়েছে এবং বিজেপি প্রবল সমালোচনার মুখে পড়েছে। পাশাপাশি বিজেপির তরফ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রচার তেমন কোনো সাড়া ফেলতে পারেনি। টুইটারে বিজেপির বিপক্ষে ব্যাপক প্রচারে বেশকিছু হ্যাশট্যাগ ভাইরাল হয়েছে। বাংলায় পিকে পরিচালিত "বাংলার গর্ব মমতা" নামক ফেসবুক পেজে বিজেপির বিরুদ্ধে ব্যাপক প্রচার করা হয়েছে এবং সেই প্রচার ভাইরাল হয়ে সারা বাংলার উপর প্রভূত প্রভাব বিস্তার করেছে বলে অনেকেই মনে করছেন।
ফেসবুকে বাংলার গর্ব মমতা পেজ থেকে বলা হয়েছে "বাংলায় অশান্তি করা ছাড়া এই মুহূর্তে বিজেপির আর কিছু করার নেই। গোটা দেশে মুখ পুড়িয়ে বাংলায় দাঙ্গা অশান্তি করতে এলে মানুষ আপনাদের ক্ষমা করবে না! ঘৃণার রাজনীতি বন্ধ করুন।
Creating menace and nuisance in Bengal will never be an option for Bharatiya Janata Party (BJP). The people of Bengal will not tolerate it.
#BJPKilledDemocracy #BJPHataoDeshBachao #BJPSeDeshBachao #ShameOnBJP #ViolentBJP #lawbreakers"
আমরা #BGM এর পক্ষ থেকে ঐ প্রচারের একটি স্ক্রিনশট অবিকলভাবে যুক্ত করলাম।
টুইটারে বাংলার গর্ব মমতা পেজ থেকে একটি Pinned Tweet এর স্ক্রিনশটও দেওয়া হল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন