মোট পৃষ্ঠাদর্শন

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

কালচিনিতে পনেরশো বিজেপি কর্মী তৃণমূলের পতাকা হাতে নিলেন

#কালচিনিতে_পনেরশো_বিজেপি_কর্মীর_তৃণমূলে_যোগদান
আলিপুরদুয়ার জেলা তৃণমূল কার্যালয়ে কালচিনি ব্লক থেকে লুঙ্গি গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্র টি মুক্তি মোর্চার  ব্লক সভাপতি শ্রী সিকন্দর আনসারী  ও কমিটির নেত্রী নিশার আনসারী  প্রায় ১৫০০ BJP কর্মী নিয়ে কালচিনির প্রভাবশালী তৃণমূল নেতা শ্রী সন্দীপ এক্কার নেতৃত্বে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি #শ্রী_মৃদুল_গোস্বামী মহাশয়   এবং আলিপুরদুয়ার বিধানসভার কেন্দ্রের বিধায়ক শ্রী #সৌরভ_চক্রবর্তী মহাশয় তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে দলে যোগদান করিয়ে নেন।

 তাদেরকে বরণ করে নিয়ে জেলা সভাপতি তার সংক্ষিপ্ত ভাষণে বলেন যে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে মানুষে মানুষে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে। এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থা এমনই খারাপ করে ফেলেছে যে তা' ধ্বংসের মুখে পৌঁছে গেছে। একদিকে দেশের অর্থনীতি যত খারাপ হচ্ছে আরেকদিকে একশ্রেণীর কর্পোরেট ব্যবসায়ী ফুলেফেঁপে উঠছে। বিজেপি থেকে আজ যারা তৃণমূলের যুক্ত হলেন তারা কাল চিনির তৃণমূল নেতা  সন্দীপ এক্কার অনুগামী। সন্দীপ এক্কা বলেন যে বর্তমানে আলিপুরদুয়ার তথা রাজ্যের বিজেপি মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে দুরারোগ্য ব্যধিতে ভুগছে। তিনি বিজেপি তে কি কি ধরনের অনৈতিক ব্যবস্থা চলছে সেগুলোও উল্লেখ করেছেন।


Source: Taj Nath

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি