মোট পৃষ্ঠাদর্শন

শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

পুলিশের কম্যান্ডিং অফিসার দেবশ্রী চ্যাটার্জির মৃত্যুতে কলকাতা শোকাহত

হুগলিতে কলকাতা পুলিশের ১২ নং ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার দেবশ্রী চ্যাটার্জির দুর্ঘটনায় মৃত্যুতে বহু মানুষ গভীরভাবে শোকাহত। তিনি আজ হুগলির দাদপুরে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান। প্রাণ হারিয়েছেন তাঁর দেহরক্ষী এবং গাড়ির চালকও। বয়স হয়েছিল ৪৫ বছর।

দক্ষ এই পুলিশ আধিকারিক পরিশ্রম ও নিষ্ঠার গুণে ডেপুটি কমিশনার পর্যায়ে উন্নীত হন। কলকাতা পুলিশে দীর্ঘদিন কাজ করেছেন দক্ষতা এবং সুনামের সঙ্গে। পশ্চিমবঙ্গ পুলিশে ডেপুটেশনে যাওয়ার আগে কলকাতায় ডেপুটি কমিশনার পদে ছিলেন। রাজ্য পুলিশে দ্বাদশ ব্যাটালিয়নের C.O. হিসাবে বর্তমানে কর্মরত ছিলেন। নিজের দক্ষতার পরিচয় রেখেছেন রাজ্য পুলিশেও। মানবপাচার রোধে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পান।

তাঁর মৃত্যুতে কোলকাতা এক দক্ষ পুলিশ অফিসারকে হারালো। কলকাতার বহু মানুষ  বলছেন এই মর্মান্তিক ঘটনায় আমরা শোকস্তব্ধ। তাঁর পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। সমবেদনা জানাই দুর্ঘটনায় মৃত তাঁর দেহরক্ষী এবং গাড়ির চালকের পরিবারকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি