মোট পৃষ্ঠাদর্শন

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

হাতিঘিসায় চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সভা

বিক্কি চক্রবর্তী, কালচিনি
আজ নক্সলবাড়ি হাতিঘিসায়, চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন তরাই শাখার উদ্যোগে চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন-এর রাজ্য সভাপতি মোহন শর্মা মহাশয়, তরাই-এর সমস্ত চা বাগানের শ্রমিক প্রতিনিধিদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা সভা করেন।

উক্ত সভায় শ্রমিকদের আগামী বোনাস সহ বিভিন্ন সমস্যা ও আগামী আন্দোলনের রণনীতি নিয়ে আলোচনা হয় এবং এই মাসের মধ্যেই এক দিবসীয় সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়।



উক্ত সভায় উপস্থিত ছিলেন চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন-এর রাজ্য সভাপতি মোহন শর্মা সহ যুগ্ম সম্পাদক শ্রী নির্জল দে মহাশয় ।

উক্ত সভায় চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন-এর রাজ্য সভাপতি ও আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা বলেন "মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির অনুপ্ররেণায়ে আমার জীবনের প্রথম উদ্দেশ্য চা শ্রমিকদের সুরক্ষা ও সঠিক ব্যবস্থা"।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি