মোট পৃষ্ঠাদর্শন

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

প্রবল বৃষ্টির জন্য আলিপুরদুয়ারের বন্যা পরিস্থিতি সরজমিনে দেখলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী

আজ কাক-ভোরেই আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকার জলমগ্ন পরিস্থিতি পরিদর্শনে বের হন বিধায়ক ড. সৌরভ চক্রবর্তী। তিনি ৮ নম্বর, ৯ নম্বর এবং ৫ নম্বর ওয়ার্ডের একাধিক জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন মহাকুমার শসক তথা পৌরসভার প্রশাসক শ্রী রাজেশ। বিধায়ক সৌরভ বাবু পুরসভার প্রশাসক এবং পৌরসভাকে সাধারণ মানুষের পাশে থাকার জন্য অনুরোধ জানান
এবং যেকোনো পরিস্থিতিতে যাতে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেন।

সকাল সকাল সৌরভ বাবু তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে আলিপুর দুয়ার বাসীর উদ্দেশ্যে লেখেন " সুপ্রভাত আলিপুর দুয়ার বাসী আজ 300 মিমি  বৃষ্টি হয়েছে পাহাড়ে ও হচ্ছে 50 বছরের রেকর্ড ভেঙে 6300 মিমি এবছর সবাই সতর্ক থাকুন"। এই প্রবল বৃষ্টির ঘটনা টা নিয়ে তিনি সংবাদমাধ্যমে কি ভিডিও বার্তা দিলেন দেখুন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি