মোট পৃষ্ঠাদর্শন

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

পদ হারিয়ে বিস্ফোরক রাহুল সিনহা


 আদি-নব্য দ্বন্দ্বে বিদ্রোহের আগুন রাজ্য বিজেপিতে। দলের জাতীয় সম্পাদকের পদ হারিয়ে শনিবার নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন দীর্ঘদিনের নেতা রাহুল সিনহা। পরোক্ষে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তাঁকে অসম্মান করা অভিযোগ এনেছেন তিনি। একইসঙ্গে দল ছাড়ার প্রচ্ছন্ন ইঙ্গিতও দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

এ বাংলায় জন্মলগ্ন থেকে বিজেপিতে আছেন রাহুল সিনহা। একসময়ে দলের রাজ্য সভাপতিও ছিলেন। কিন্তু এর পরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। বঙ্গ-বিজেপির অভ্যন্তরীণ সমীকরণে দিলীপ ঘোষের 'আধিপত্য' যত বৃদ্ধি পেয়েছে ততই দলে কোণঠাসা হয়ে পড়েছেন পোড়খাওয়া এই রাজনীতিক। দ্বিতীয় বার রাজ্য সভাপতি হয়ে গত জুন মাসে দিলীপ ঘোষ নতুন রাজ্য কমিটি গঠন করেন। তাতে রাহুল সিনহার নাম ছিল না। তবে রাহুল সিনহা এতদিন বিজেপির জাতীয় সম্পাদক ছিলেন। এবার সেই পদও কেড়ে নেওয়া হল।


নতুন জাতীয় পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নতুন কমিটিতে জাতীয় সহ-সভাপতি করা হয়েছে তিন বছর আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়কে। উল্টোদিকে,রাহুল সিনহাকে জাতীয় সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর রাহুলের জায়গায় অনুপম হাজরা বিজেপির নতুন জাতীয় সম্পাদক হয়েছেন। উল্লেখ্য,রাজনৈতিক মহলে বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম মুকুল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। মুকুলের হাত ধরেই তাঁর ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে দলবদল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি