আজ মেচ পাড়া চা বাগানে চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের একটি কমিটি গঠিত হয়। চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সভাপতি শ্রী মোহন শর্মার নেতৃত্বে এবং উপস্থিতিতে এই কমিটি গঠিত হয় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের অন্যান্য প্রধান নেতারা নেতৃবর্গ ওই কমিটির লিস্ট মেজপারা চা-বাগান কর্তৃপক্ষের হাতে তুলে দেন শ্রী মোহন শর্মা, শ্রী বাবলু মজুমদার ইত্যাদিরা।
উল্লেখ্য যে গতকালই শ্রী শর্মার অক্লান্ত প্রয়াসে খুলে গেছে মুজনাই চা বাগান। তাই অন্যান্য বন্ধ চা বাগান গুলোও আশায় বুক বাঁধছে কবে তাদের দুঃখ ঘুচবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন