এখনো বাংলায় বিধানসভা নির্বাচন হতে বেশ কয়েক মাস দেরি। তবুও সময় নষ্ট না করে পুজোর মধ্যেই বিজেপির বিরুদ্ধে নতুন প্রচার কর্মসূচি শুরু করে দিল রাজ্যের শাসকদল। তৃণমূলের এই নয়া কর্মসূচির নাম ‘মার্ক ইওরসেল্ফ সেফ ফ্রম বিজেপি’ অর্থাৎ নিজেকে বিজেপির থেকে সুরক্ষিত বলে চিহ্নিত করুন।রাজ্য তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কোভিড পরিস্থিতিতে প্রচার মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে ডিজিটাল প্ল্যার্টফর্মকে। এই কর্মসূচির প্রচার মূলত সোশ্যাল মিডিয়াতেই চালানো হবে। প্রচারের জন্য savebengalfrombjp.com নামে একটি ওয়েবসাইটও খোলা হয়েছে।