মোট পৃষ্ঠাদর্শন

বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

ভোটের আগে তৃণমূলের নয়া কর্মসূচি ‘মার্ক ইওরসেল্ফ সেফ ফ্রম বিজেপি'

 


এখনো বাংলায় বিধানসভা নির্বাচন হতে বেশ কয়েক মাস দেরি। তবুও সময় নষ্ট না করে পুজোর মধ্যেই বিজেপির বিরুদ্ধে নতুন প্রচার কর্মসূচি শুরু করে দিল রাজ্যের শাসকদল। তৃণমূলের এই নয়া কর্মসূচির নাম ‘মার্ক ইওরসেল্ফ সেফ ফ্রম বিজেপি’ অর্থাৎ নিজেকে বিজেপির থেকে সুরক্ষিত বলে চিহ্নিত করুন।রাজ‍্য তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কোভিড পরিস্থিতিতে প্রচার মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে ডিজিটাল প্ল্যার্টফর্মকে। এই কর্মসূচির প্রচার মূলত সোশ্যাল মিডিয়াতেই চালানো হবে। প্রচারের জন্য savebengalfrombjp.com নামে একটি ওয়েবসাইটও খোলা হয়েছে।

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

তুর্কী নেতা সন্দীপ এক্কার নেতৃত্বে কালচিনিতে বিজেপি ভাঙ্গার খেলায় প্রায় নিশ্চিহ্ন বিজেপি


 তিনি একাধারে বিষ্ণুর মতো বিজেপিকে পালন পোষণ করে লোকসভা ভোটে অবিশ্বাস্য সংখ্যক ভোটে কালচিনিতে বিজেপিকে জিতিয়েছিলেন ভেবেছিলেন বিজেপি সত্যই মানুষের জন্য কিছু করবে। কিন্তু মোহভঙ্গ হতে বেশি সময় লাগেনি তাই বর্তমানে রুদ্র শিবের মূর্তি ধরে বিজেপিকে তছনছ করে দিচ্ছেন। প্রাক্তন আদিবাসী বিকাশ পরিষদের এই জনপ্রিয় নেতা বিজেপি ছেড়ে বর্তমানে তৃণমূলে যোগদান করেছেন।

শনিবার, ১০ অক্টোবর, ২০২০

বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টায় আছে : বিজিএম

 

বিজেপির নবান্ন অভিযান কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে ব্যাপক প্রচার শুরু হয়েছে। ওই মিছিল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় ঘটনাটিতে অতিরিক্ত মাত্রা যোগ হয়েছে। সর্বত্রই তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই প্রচার ভাইরাল হয়েছে এবং বিজেপি প্রবল সমালোচনার মুখে পড়েছে। পাশাপাশি  বিজেপির তরফ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রচার তেমন কোনো সাড়া ফেলতে পারেনি।

বুধবার, ৭ অক্টোবর, ২০২০

দুই জেলায় তৃণমূলে অন্তরদলীয় কোন্দল

 আলিপুরদুয়ারে ক্ষুব্ধ আশিস দত্ত দলের পদ ছাড়লেন। 


কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে এবারে আলিপুরদুয়ারে বিদ্রোহী হলেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আশিস দত্ত। মঙ্গলবার তিনি তৃণমূলের জেলা সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। তার ইস্তফার খবর ছড়িয়ে পড়তেই শাসক দলের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়। তবে দলের জেলা শহর সভাপতি পদ থেকে ইস্তফা দিলেও একজন সাধারন তৃণমূল কর্মী হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন আশিষ বাবু।

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

হ্যামিলটনগঞ্জে তৃণমূলের ধিক্কার মিছিল

 


আজ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ক্রিয়া-কলাপ এবং হাথরস ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে কালচিনি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালচিনি থেকে একটি ধিক্কার মিছিল বেরিয়ে হ্যামিল্টন গঞ্জের বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়। এই মিছিলটিতে হাজার দেড়েক মানুষ উপস্থিত ছিলেন। মিছিলটির নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের কালচিনি ব্লকের নবনিযুক্ত সভাপতি গণেশ মহালি, সহ-সভাপতি সন্দ্বীপ এক্কা সহ আরো অন্যান্য কয়েকজন নেতা। 

শনিবার, ৩ অক্টোবর, ২০২০

দেশের সবথেকে বড় অতিমারী হল বিজেপি

 


উত্তর প্রদেশের হাথরসে ১৯ বছর বয়সী দলিত মহিলাকে গণধর্ষণ ও পরবর্তী মৃত্যুর বিরুদ্ধে মমতা বন্দোপাধ্যায় আজ একটি প্রতিবাদ মিছিল নিয়ে পথে নামেন। তৃণমূল নেতাদের বক্তব্য বিজেপি সরকার টিএমসিকে ভয় পাচ্ছে। প্রথমে তারা অবৈধ কৌশল অবলম্বন করেছিল এবং ধর্ষণের শিকারের লাশ একটি অবৈধ উপায়ে রাতের অন্ধকারে শেষকৃত্য করল।

শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

হাথরসের পথে তৃণমূলের ডেলিগেটদের উপর ইউপি পুলিশের চরম অত্যাচার


আজ তৃণমূল  কংগ্রেসের তরফ থেকে একটি ডেলিগেট যাচ্ছিলেন হাথরসে ধর্ষিতা কন‍্যার পরিবারের সঙ্গে দেখা করতে ও সমবেদনা  জানাতে। ধর্ষিতার বাড়িতে পৌছবার মাত্র দেড় কিলোমিটার আগেই ইউপি পুলিশ ওই ডেলিগেটদের পথ আটকায়। ওই ডেলিগেটের সদস্যদের সঙ্গে ইউপি পুলিশ চরম অমানবিক ব্যবহার করেন।

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

হাথরসে পীড়িতার বাড়ি যাওয়ার পথে রাহুল গান্ধীর উপর পুলিশের লাঠিচার্জ


 হাথরস গ্যাংরেপ কান্ডে মৃত দলিত কন‍্যার পরিবারের সঙ্গে দেখা করতে যাবার সময় রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর গাড়ি  যমুনা এক্সপ্রেস ওয়ের উপর ইউপি পুলিশ  আটক করে। পুলিশ তাদের গাড়ি আটকাবার পর রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী হেঁটেই মৃতার বাড়িতে পৌছাবার চেষ্টা করেন।

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি