মোট পৃষ্ঠাদর্শন

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শতবর্ষ ও রাজ্য সম্মেলনের প্রস্তুতি আলিপুরদুয়ারে

 

বিশেষ প্রতিনিধি, ভাস্কর দে।
আলিপুরদুয়ারঃ নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শতবর্ষ উদযাপন ও রাজ্য সম্মেলনকে ঘিরে জোর প্রস্তুতি চলছে আলিপুরদুয়ারে।
     আগামী ১৪, ১৫, ১৬ অক্টোবর তিনদিনব্যাপী এই ঐতিহ্যমণ্ডিত সংগঠনের শতবর্ষ ও ২৩তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আলিপুরদুয়ার রবীন্দ্র ভবনে। রাজ্য অধিবেশনের মূল সভাপতি থাকবেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহেন্দ্রনাথ রায়।

শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

চাপে বিজেপি, সম্পত্তি বৃদ্ধি মামলায় এবার নাম জুড়লো বিজেপির কয়েকজন কেন্দ্রীয় নেতার


 সূত্রের খবর শুধু বাংলার নেতাদের নয়। খতিয়ে দেখতে হবে সর্বভারতীয় স্তরের নেতানেত্রীদের সম্পত্তির পরিমাণও। এই দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। রাজনাথ সিং (Rajnath Singh), জেপি নাড্ডা (JP Nadda), স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান প্রমুখ দিল্লির নেতাদের নাম রয়েছে ওই জনস্বার্থ মামলায়।

রবিবার, ১৯ জুন, ২০২২

রানিবাঁধে মাটির মানুষ প্রকল্পের সূচনা

 

পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের এস.সি/এস. টি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ রানীবাঁধের ঘাগরা শবর পাড়া অঞ্চলে মাটির মানুষ প্রকল্পের শুভ সূচনা হলো।

শুক্রবার, ১৭ জুন, ২০২২

আলিপুরদুয়ারের জলবন্দি পরিস্থিতি নিয়ে বিধায়ক সুমন কাঞ্জিলালের বক্তব্য


 আলিপুরদুয়ারের জলবন্দি পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে সরব হলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।

বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

ত্রিপুরায় ১৫ই জুনের ঘটনা নিয়ে সুবল ভৌমিকের থানায় অভিযোগ দায়ের

 

উপনির্বাচনের আগেই আবার নতুন করে উত্তপ্ত ত্রিপুরা। হামলা চালানো হল তৃণমূল কর্মীদের ওপর। অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনাটি ঘটেছে ত্রিপুরায় সুরমা বিধানসভা এলাকায়। ২ তৃণমূল কর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

অভিষেকের রোড শো ঘিরে তৃণমূল নেতা-কর্মীদের উন্মাদনা তুঙ্গে আগরতলায়


 দেখলে মনে হতেই পারে বাংলার কোনও রাজপথ। আগরতলায় মঙ্গলবার তৃণমূলের  সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো দেখে একপ্রকার অবাক রাজনৈতিক মহল।

রবিবার, ৫ জুন, ২০২২

প্রবীণ সাংবাদিকের সরকারি ভাতা নিয়ে আক্ষেপ প্রকাশ


প্রবীন সাংবাদিক রমেন দে


আলিপুরদুয়ারঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আলিপুরদুয়ার সফরের ঠিক আগে প্রবীন সাংবাদিকদের সরকারি ভাতা নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন বুকে প্রেসমেকার বসানো অসুস্থ প্রবীন সাংবাদিক রমেন দে।

রবিবার, ২৯ মে, ২০২২

হলদিয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা


 হলদিয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে যারা এখনো জমির পাট্টা পাননি তাদের জন্য রাজ্যের তৃণমূল সরকার শীঘ্রই এটার ব্যবস্থা নেবে।

মঙ্গলবার, ২৪ মে, ২০২২

শীত গ্রীষ্ম বর্ষা, তৃণমূল ই ভরসা

 

শীত গ্রীষ্ম বর্ষা, তৃণমূল ই ভরসা। মানুষকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন নিচের ভিডিওতে।

রবিবার, ২২ মে, ২০২২

বিজেপিতে মোহভঙ্গ অর্জুনের, তৃণমূলে প্রত্যাবর্তন


 বিজেপিতে মোহভঙ্গ হল অর্জুন সিংহের, তাই তিনি পুনরায় তৃণমূলে প্রত্যাবর্তন করলেন। তাকে দলে বরণ করে নিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার, ২১ মে, ২০২২

কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

 

কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা না‌ দিয়ে বঞ্চিত করছে বাংলাকে। কিন্তু দিদি সর্বদা গর্জে উঠেছেন যে কোনো প্রবঞ্চনার বিরুদ্ধে।দেখুন নিচের ভিডিওতে।

শুক্রবার, ১৩ মে, ২০২২

মঙ্গলবার, ১০ মে, ২০২২

জলপাইগুড়ি প্রয়াস হলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162 তম জন্মজয়ন্তী পালিত হল


 Exclusive : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এর ব্যবস্থাপনায় জলপাইগুড়ি প্রয়াস হলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162 তম জন্মজয়ন্তী পালিত হল।

সোমবার, ৯ মে, ২০২২

বীরপাড়ায় বিজেপির অন্তর দলীয় কোন্দল

 


বীরপাড়ায় বখরা নিয়ে গোষ্ঠী কোন্দলের জেরে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন বিজেপির নেতারা। মণ্ডলের নেতার হাতে চড় খেয়েছেন কেন্দ্রীয় নেতা তথা ব্লকের কোঅর্ডিনেটরের ছেলে।

রবিবার, ৮ মে, ২০২২

সংকোশ চা বাগানে ডুয়ার্স কাপের উদ্বোধনী অনুষ্ঠান



 আজ সংকোশ চা-বাগানে ডুয়ার্স কাপের বৈশিষ্ট্যপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান হল। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আইজি  ডি পি সিং, ডিআইজি জলপাইগুড়ি, ডি এম আলিপুরদুয়ার, এসপি আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার তৃণমূল সভাপতি এবং সমাজসেবক শ্রী প্রকাশ চিক বড়াইক,

শনিবার, ৭ মে, ২০২২

জণ বারলা কে ভোট দিয়ে আলিপুরদুয়ারের কোনো উন্নয়ন হয়'নি : ভাস্কর দে

 জন বার্লা কে ভোট দিয়ে আলিপুরদুয়ারের কোনো উন্নয়ন হয়নি, পরিষেবা পাচ্ছে না মানুষ,  রমরমা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার  : ভাস্কর দে 

ডুয়ার্স সমাচার এর খবর

জণ বারলা এবং ভাস্কর দে একই মঞ্চে ফাইল ফটো-বর্তমান


 বিশেষ প্রতিবেদন , আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে বিজেপিকে ভোট দিয়ে আলিপুরদুয়ারের কোনো উন্নয়ন হয়নি,   রমরমা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রি জন বার্লার বললেন দলত্যাগী  বিজেপি নেতা ভাস্কর দে।   ভাস্কর বাবু কটাক্ষ সুরে বলেন জন  বার্লার   রোজগার   সাংসদ  নির্বাচিত হওয়ার পরে কয়েক গুণ বেড়ে গেছে এবং তিনি আগে  আট-দশ হাজার টাকা  রোজগার করতেন এখন সাংসদ  হিসেবে তিনি দেড়- দুই লক্ষ    টাকা ভাতা পাচ্ছেন এটাই তার ব্যক্তি উন্নয়ন ছাড়া আর কিছুই হয়নি। ভাস্কর বাবু প্রশ্ন তুলেন বানারহাটে বিপুল পরিমাণ টাকা খরচ করে রাজপ্রাসাদের মতো বাড়ি নির্মাণ করেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, তার এই বিপুল পরিমাণ টাকা খরচ করে বাড়ি নির্মাণের টাকার উৎস কোথা থেকে, যেখানে জন বার্লা নির্বাচন কমিশনকে হলফনামায় জানিয়েছেন তিনি একজন চা বাগানের শ্রমিক  । ২০১৯ এর লোকসভা নির্বাচনে জন বার্লা প্রায় আড়াই লক্ষ ভোটে   নির্বাচিত হয় l ২০২১ এর বিধানসভা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার   সংসদীয় ক্ষেত্র আলিপুরদুয়ারে সাতটি বিধানসভার ক্ষেত্র সাতটিতেই জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি l ২০১৯ এর লোকসভা এবং  ২০২১ এর বিধানসভা নির্বাচনে সমগ্র উত্তরবঙ্গের লোক দুই হাত তুলে  বিজেপি কে ভোট দিলেও আলিপুরদুয়ার তথা উত্তরবঙ্গের জন্য কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা কোন কেন্দ্রীয় প্রকল্প আনতে পারেনি l  এলাকার উন্নয়নের সদর্থক ভূমিকা নিতে দেখা যায়নি আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা কে l সাংসদ নির্বাচিত হওয়ার পর জন বার্লাকে আর  এলাকাতে সেই ভাবে দেখা যায় না। সদ্যসমাপ্ত আলিপুরদুয়ার জেলার দুটি    পৌরসভার নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার  কাজের প্রতিফলন দেখা গেল  আলিপুরদুয়ার ও ফালাকাটাতে। আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে অধিকাংশ ওয়ার্ডে বিজেপি প্রর্থীরা তিনশোর  গণ্ডি পার করতে   পারেনি,  অধিকাংশ ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা তৃতীয় স্থানে চলে গেছেন,   ভোট  শতাংশের বিচারে বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছে আলিপুরদুয়ার পৌরসভাতে।   আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে কংগ্রেসের মতো  দল যখন খাতা খুলতে পেরেছে তখন উল্লেখযোগ্যভাবে বিজেপি  আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে কোন খাতা খুলতে  পারেনি। অপরদিকে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পৌরসভা নির্বাচনে বিজেপি কোন খাতা খুলতে পারেনি।  প্রায় এক বছর আগে বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা,   বীরেন্দ্র বাঁড়া,  বিনোদ মিঞ্জরা  দল ছেড়ে তৃণমূলে যোগ  দেওয়ার পর,  দল ছাড়েন বিজেপির আদি মুখ   হিসাবে পরিচিত পেশায় আইনজীবি   ভাস্কর দে।  দল ছাড়েন বিজেপির জেলা সম্পাদক অর্জুন দেবনাথ, বিজেপির জেলা কোষাধক্ষ্য  দেবাশিস রাউতের মতো নেতারা দল ছেড়ে তৃণমূলে, তবে ভাস্করবাবু এখনো তৃণমূলে যোগদান করেননি,  এখন প্রায় প্রতিদিনই কোন না কোন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য, এমনকি বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান  দলের মন্ডল সভাপতি  এবং  জেলা স্তরের মোর্চার পদাধিকারী কোন আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।  এমত অবস্থায়  কেন্দ্রীয় মন্ত্রি জন বার্লার  সংসদীয় ক্ষেত্র  আলিপুরদুয়ার  জেলাতে বিজেপি পায় সাইনবোর্ডে পরিণত হয়েছে। আলিপুরদুয়ার জেলায় পাচে পাচ বিধায়ক  পাওয়া সত্বেও  অস্তিত্বহীনতায় ভুগছে আলিপুরদুয়ার বিজেপি। এই সমস্ত সমীকরণ পর্যালোচনা করে দেখা যাচ্ছে বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের গৈরিক করনের সত্বেও পৌরসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পেছনে আলিপুরদুয়ারের বিধায়কের অক্ষমতা তথা বিজেপির জেলার নেতৃত্ব দের ঢিলেঢালা মনোভাব একটি বড় ভূমিকা পালন করেছে । এবং আগামী দিনগুলোতে বিজেপির এর জন্য বড় খেসারত দিতে হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
************************************

 আলিপুরদুয়ার জেলায় "ডুয়ার্স সমাচার" নামক একটি প্রিন্ট মিডিয়ায় ৫ই মে ২০২২ তারিখে একটি খবর ভাইরাল হয়েছে। এখানে প্রাক্তন বিজেপি নেতা ভাস্কর দে কেন্দ্রীয় মন্ত্রী জণ বারলার বিপক্ষে অভিযোগ তুলেছেন যে কেন্দ্রীয় মন্ত্রী বারলা মন্ত্রী হবার পর আলিপুরদুয়ারের জন্য কোন উন্নয়ন করেননি। সেই খবরটির পেপার কাটিং সহ শ্রী ভাস্কর দের বক্তব্য শ্রী দে সহ কিছু সুধী ব্যক্তির অনুরোধে পুনঃ মুদ্রিত হলো।
DISCLAIMER

The views expressed are purely the personal opinion of the interviewee and does not reflect the policy or position of the Bartamaan বাংলা সংবাদ or the interviewer is not responsible for the views expressed.

শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

রাজগঞ্জ গভর্ণমেন্ট পলিটেকনিক কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান


 রাজগঞ্জ গভর্ণমেন্ট পলিটেকনিক কলেজ বেলাকোবা তে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হলো। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক শ্রী খগেশ্বর রায়।


বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

মানব পাচার রুখতে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো রাজগঞ্জে

 

জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং অমরাবতী ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় মানব পাচার রুখতে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত সন্ন্যাসী কাটা অঞ্চলে।
 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি পুলিশ সুপার ,অতিরিক্ত পুলিশ সুপার, ডি পি এস সি চেয়ারম্যান, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ সহ অন্যান্য অতিথিবৃন্দ। দেখুন নিচের ভিডিওতে।



মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

প্রয়াগরাজে মর্মান্তিক হিংসার পরিপ্রেক্ষিতে বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন


 প্রয়াগরাজে মর্মান্তিক হিংসার পরিপ্রেক্ষিতে বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন।উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মর্মান্তিক হিংসার পরিপ্রেক্ষিতে বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন। দেখুন নিচের ভিডিওতে।

রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

ভান্ডারপুর চা বাগানে বিরাট ধর্মীয় অনুষ্ঠান

 

রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত ভান্ডারপুর চা বাগানে নেপালি সম্প্রদায়ের বিরাট ধর্মীয় অনুষ্ঠান এবং মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন বিধায়ক খগেশ্বর রায়,জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি উত্তরা বর্মন ,রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় ,বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ,চা বাগানের ম্যানেজার সহ অন্যান্য অতিথিবৃন্দ।



শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

আলিপুরদুয়ার শহরে টোটো যানজট সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক

 

আলিপুরদুয়ার শহরে টোটো যানজট সমস্যা সহ একাধিক বিষয়ে আলিপুরদুয়ার পৌরসভা হলে প্রশাসনের সঙ্গে বিশেষ বৈঠক টোটো ইউনিয়ানের


আবার চিটফান্ড কেলেঙ্কারী প্রকাশ্যে, ধরা পড়ল অভিযুক্ত


 সারদা, নারদার পর্ব শেষ হতে না হতেই আরও একবার আলোচনার শীর্ষে উঠে এলো চিটফান্ড কেলেঙ্কারি। চিট ফান্ডের মাধ্যমে প্রতারণার অভিযোগে এবার নাসিক থেকে গ্রেপ্তার হলেন প্রধান অভিযুক্ত লিজা মুখার্জি। কার্যত জানা যাচ্ছে, অন্তত ৪০০ কোটি টাকার প্রতারণা হয়েছে। 

লিজা মুখার্জির বিরুদ্ধে টাকা দ্বিগুণ করে দেওয়ার নাম করে অন্তত ত্রিশ হাজার মানুষকে ঠকানোর অভিযোগ উঠে এসেছে। খাবার ও এনজিও ব্যবসার মাধ্যমে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন লিজা মুখার্জি। সঙ্গে থাকত উপরি পাওনার আশ্বাস। অন্যদিকে লিজা ধরা পড়লেও তাঁর স্বামী এখনো পর্যন্ত নিরুদ্দেশ। আপাতত তার খোঁজে পুলিশ।

শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সঙ্গে কি ব্যবহার করল দিল্লি পুলিশ

 

তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সঙ্গে কি ব্যবহার করল দিল্লি পুলিশ দেখুন এই ভিডিওতে। দিল্লি জাহাঙ্গীরপুরি হিংসার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কে সর্বতোভাবে বাধা দিল দিল্লি পুলিশ।


বুধবার, ২০ এপ্রিল, ২০২২

মুখ্যমন্ত্রী বিভিন্ন দেশ থেকে আগত ডেলিগেটদের সঙ্গে দেখা করলেন


  মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দেশ থেকে আগত ডেলিগেটদের সঙ্গে দেখা করলেন। এদের মধ্যে ইউকে জাপান কেনিয়া বাংলাদেশ ভুটান প্রভৃতি দেশের ডেলিগেট ছিলেন। বাংলায় আসার জন্য মুখ্যমন্ত্রী ডেলিগেটদের ধন্যবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এ'ও জানিয়েছেন যে তাদের সঙ্গে সকরাত্মক আলাপ-আলোচনা হয়েছে।

রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন দলত্যাগী বিজেপি নেতা ভাস্কর দে

 

কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার  বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন দলত্যাগী বিজেপি নেতা ভাস্কর দে। দেখুন নিচের ভিডিওতে।

DISCLAIMER

The views expressed are purely the personal opinion of the interviewee and does not reflect the policy or position of the Bartamaan বাংলা সংবাদ or the interviewer is not responsible for the views expressed.

রবিবার, ১০ এপ্রিল, ২০২২

জলপাইগুড়ি জেলার দশদরগার দেবনাথ পরিবারের ১৫১ তম শ্রী শ্রী বাসন্তী পূজার শুভ উদ্বোধন

 

জলপাইগুড়ি জেলার দশদরগার দেবনাথ পরিবারের ১৫১ তম শ্রী শ্রী বাসন্তী পূজার শুভ উদ্বোধন করলেন জেলা শাসক মাননীয়া শ্রীমতী মৌমিতা গোধারা বসু উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শ্রী দেবর্ষি দত্ত , জাল্পেশ ট্রাস্টি বোর্ডের শ্রী গীরিন দেব, জল্পেশ মন্দিরের প্রধান পুরুহিত সমর চক্রবর্তী, রামকৃষ্ণ মিশনের সুবীর মহারাজ, হনুমান মন্দিরের ভূষণ সিং মহারাজ, সহিত্যিক আনন্দ গোপাল ঘোষ উমেশ শর্মা, সাইন্স এন্ড নেচার ক্লাবের রাজা রাউত , হাজী মমতাজ আলী, কালু সাহেবের ইমাম নাসিমদ্দিন মোহাম্মদ, দীনেশ বিশ্বাস ।

অনুষ্ঠানে সাইন্স এন্ড নেচার ক্লাবের হতে ৫ হাজার টাকা , জেলার দুইজন কৃষি রত্ন কে ১০০০ টাকা করে উপহার স্বরূপ দেওয়া হয়, এছাড়াও অজিত বর্মন ( বঙ্গ রত্ন)  ও হায়দার আলীকে ( Phd Student) কে বিশেষ সন্মান জানানো হয়। এছাড়াও এলাকার ৫০০ জনকে নিয়ে ইফতার পার্টি করা হয় এবং উপহার স্বরূপ বস্ত্র দেওয়া হয়।


বুধবার, ৬ এপ্রিল, ২০২২

অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল


 অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। যদিও আজই তাঁর নিজাম প‍্যোলেসে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল।

বাঁকুড়া জেলার প্রশাসনিক বৈঠকে মন্ত্রী বুলু চিক বড়াইক

আজ বাকুড়া জেলায় প্রশাসনিক বৈঠক করা হল আমার সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডী, বাকুড়া জেলার জেলা শাসক ও  আমার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারী সহ অনান্য আধিকারিকগন - জানান মন্ত্রী বুলু চিক বড়াইক তাঁর ফেসবুক পেজের মাধ‍্যমে।
 

 
 

হাতির মৃত্যু ঠেকাতে বনদপ্তর এর উদ্যোগ

 

 
হাতি মৃত্যু ঠেকাতে বনদপ্তর এর উদ্যোগে বোদাগঞ্জ গেস্ট হাউসে বনদপ্তর ,বিদ্যুৎ দপ্তর ও অন্যান্য দপ্তর সহ  বিভিন্ন এফ পি সি কমিটি কে নিয়ে  একটি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন বিধায়ক খগেশ্বর রায়।




বুধবার, ৩০ মার্চ, ২০২২

আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে বিজেপির হারের জন্য দায়ী কে

  আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে বিজেপির শোচনীয় হারের জন্য দায়ী কে - তা' সবিস্তারে বিশ্লেষণ করলেন প্রাক্তন রাজ্য বিজেপি নেতা ভাস্কর দে।

"আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কের রমরমা হলেও, পরিষেবা পাচ্ছে না মানুষ তথা হতাশায় ভুগছে সাধারণ কর্মী সমর্থকরা" চাঞ্চল্যকর বক্তব্য দিলেন প্রাক্তন বিজেপি নেতা ভাস্কর দে

তিনি দাবি করে বলেন "আলিপুরদুয়ারে বিজেপিকে ভোট দিয়ে আলিপুরদুয়ারের কোনো উন্নয়ন হয়নি,  উন্নতি হয়েছে   বিধায়ক  সুমন কাঞ্জিলালের "  ভাস্কর বাবু আরো  বলেন  যে এলাকার উন্নয়নে সদর্থক ভূমিকা নিতে দেখা যায়নি আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল কে।

 ভাস্কর বাবু কটাক্ষের সুরে বলেন সুমন বাবুর রোজগার   বিধায়ক নির্বাচিত হওয়ার পরে কয়েক গুণ বেড়ে গেছে এবং তিনি আগে  আট-দশ হাজার টাকা  রোজগার করতেন এখন বিধায়ক হিসেবে তিনি নব্বই- বেরানব্বই  হাজার টাকা ভাতা পাচ্ছেন এটাই তার ব্যক্তি উন্নয়ন ছাড়া আর কিছুই হয়নি । 

সদ্যসমাপ্ত আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে সুমন কাঞ্জিলাল এর কাজের প্রতিফলন দেখা গেল আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে ।  বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তার নিজের ওয়ার্ডের জামানত বাজেয়াপ্ত হয়েছে শুধু তাই নয় তার নিজের   বুথেও বিজেপির  জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানিয়েছেন ভাস্কর বাবু। 

আলিপুরদুয়ার  পৌরসভা নির্বাচনে অধিকাংশ ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা তিনশোর  গণ্ডি পার করতে পারেনি,  অধিকাংশ ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা তৃতীয় স্থানে চলে গেছেন,   ভোট  শতাংশের বিচারে বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছে আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে  আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে কংগ্রেসের মতো  দল যখন খাতা খুলতে পেরেছে তখন উল্লেখযোগ্যভাবে বিজেপি  আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে কোন খাতা খুলতে  পারেনি বলে জানান ভাস্কর বাবু। 

অপরদিকে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পৌরসভা নির্বাচনে বিজেপি কোন খাতা খুলতে পারেনি।  প্রায় এক বছর আগে বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা,   বীরেন্দ্র বাঁড়া ওরাও  বিনোদ মিন্জরা  দল ছেড়ে তৃণমূলে যোগ  দেওয়ার পর,  দল ছাড়েন বিজেপির আদি মুখ   হিসাবে পরিচিত পেশায় আইনজীবি   ভাস্কর দে।  দল ছাড়েন বিজেপির জেলা সম্পাদক অর্জুন দেবনাথ, বিজেপির জেলা কোষাধক্ষ্য  দেবাশিস রাউতের মতো নেতারা এখন তৃণমূলে, তবে ভাস্করবাবু এখনো তৃণমূলে যোগদান করেননি,  এখন প্রায় প্রতিদিনই কোন না কোন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য, এমনকি বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান  দলের মন্ডল সভাপতি  এবং  জেলা স্তরের মোর্চার পদাধিকারীরা  আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।  এমত অবস্থায়  কেন্দ্রীয় মন্ত্রিসভার সংসদীয় ক্ষেত্র  আলিপুরদুয়ার  জেলাতে বিজেপি প্রায় সাইনবোর্ডে পরিণত হয়েছে।

 আলিপুরদুয়ার জেলায় পাঁচে পাঁচ বিধায়ক  ও সাংসদ  পাওয়া সত্বেও  অস্তিত্বহীনতায় ভুগছে আলিপুরদুয়ার বিজেপি। এই সমস্ত সমীকরণ পর্যালোচনা করে দেখা যাচ্ছে বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের গৈরিক করন হওয়া সত্বেও পৌরসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পেছনে আলিপুরদুয়ারের বিধায়কের অক্ষমতা তথা বিজেপির জেলার নেতৃত্ব দের ঢিলেঢালা মনোভাব একটি বড় ভূমিকা পালন করেছে  এবং আগামী দিনগুলোতে বিজেপির এর জন্য বড় খেসারত দিতে হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ( নিচের ভিডিওতে দেখুন ভাস্কর দের বক্তব্য)


DISCLAIMER

The views expressed are purely the personal opinion of the interviewee and does not reflect the policy or position of the Bartamaan.in or the interviewer is not responsible for the views expressed.

শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

মথুরা চা বাগানে সরকারি জল প্রকল্পের উদ্বোধন

  উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানে সরকারি জল প্রকল্পের উদ্বোধন নিয়ে প্রাক্তন বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী সাংবাদিকদের কি জানালেন দেখুন নীচের এই ভিডিওতে।


 

বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

সম্পাদকীয় : সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক প্রচার -১


  যদিও সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের নিজস্ব ও দলের দ্বারা স্বীকৃত প্রচার ব্যবস্থা রহিয়াছে তথাপি, তৃণমূলের হইয়া সোশ্যাল মিডিয়ায় কিছু স্বঘোষিত প্রচারকদের মধ্যে অধুনা একটি প্রবণতা লক্ষ করা যাইতেছে যে, প্রচার কিছু হউক বা না হউক বিশেষ উদ্দেশ্যে তাহারা জেলায় জেলায় ব্লকে ব্লকে নিজ নিজ সোশ্যাল মিডিয়া কমিটি গঠন  করিতেছেন। 

তবে ব্যক্তিগত উদ্যোগে যাহারা তৃণমূল বা মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রচার করিতেছেন তাহাদের সম্পর্কে ইহা প্রযোজ্য নহে।

 তৃণমূলের অনেক নেতাই আশঙ্কা প্রকাশ করিতেছেন যে ইহাও এক প্রকার ঘরের ভিতরে ঘর বা উপদল যাহা আখেরে তৃণমূল দলটির ক্ষতিসাধন করিলেও করিতে পারে। মুখ্যমন্ত্রীর উন্নয়নের স্রোতে প্রচুর মানুষজন আসিয়া তৃণমূলে যোগ দিতেছেন, তাহাদের মধ্য হইতে কিছু সংখ্যক লোককে নিয়া এই সমস্ত উপদল গঠিত হইতেছে, যাহা প্রকৃতই চিন্তার বিষয়। কারণ এইভাবে কেহ নিজ এনজিও কেহ নিজ ট্রাস্টের কলেবর বৃদ্ধি করিতেছেন। তৃণমূলের মধ্যে অনেক নেতাই বলাবলি করিতেছেন যে তৃণমূলের নিজস্ব বহু ফ্রন্টাল সংগঠন থাকা সত্ত্বেও তৃণমূলের নাম ভাঙ্গাইয়া জেলায় জেলায় নিজ নিজ এনজিও বা ট্রাস্টের কমিটি বানাইয়া নিজেদের নিহিত স্বার্থ চরিতার্থ করিবার প্রচেষ্টা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এই বিষয়ে তৃণমূলের রাজ্য নেতৃত্বের সজাগ থাকা একান্ত কর্তব্য।

সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

ধন্যবাদ দর্শকবৃন্দ

  বর্তমান বাংলা সংবাদের পক্ষ থেকে আমরা আমাদের দর্শকদের ধন্যবাদ জানাই। বর্তমান বাংলা সংবাদের উৎকর্ষতাকে 10 হাজারের বেশি মানুষ লাইক করেছেন।


 


বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

সম্পাদকীয় : সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক প্রচার


 সোশ্যাল মিডিয়ায় প্রচারের নিরিখে তৃণমূল অপেক্ষা বিজেপি অনেকখানি আগাইয়া আছে। তথাপি, বর্তমানে দেখা যাইতেছে যে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের প্রচার ও খুব একটা পিছাইয়া নাই। কারণ সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের প্রচার করিবার জন্য শিক্ষিত তরুণ তরুণীরা স্ব-উদ্যোগে আগাইয়া আসিতেছেন। ইহাদের মধ্যে অনেকেই মনোগ্রাহী, দর্শক আকর্ষক বিষয় প্রস্তুত কোরিয়া সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছেন। তাহাতে নেটিজেনরা অনেকেই আগ্রহও দেখাইতেছেন। পাশের ছবিতে তাহারি একটি নমুনা প্রদর্শিত হইল।

যদিও সকলেই যে ভালো ভালো চিত্তাকর্ষক পোস্ট করিতেছেন তাহা নহে কারন আজকাল তৃতীয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিয়া থাকে। সাধারণতঃ ছবি দিয়া পোস্ট খুব একটি মনোগ্রাহী হয়না। কিন্তু গ্রাফিক্স ও বিষয়বস্তু যদি আকর্ষক হয় তবে তাহা দর্শকদের মনে প্রভাব বিস্তার করে ও তৎ দলীয় সমর্থক বৃদ্ধি করে। .. ক্রমশঃ

রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনা স্থল থেকে কি বার্তা দিলেন

 


ময়নাগুড়িতে বিকানের গৌহাটি ট্রেনের ভয়াবহ এক্সিডেন্টে আলিপুরদুয়ার থেকে তৃণমূলের অনেক কর্মী নেতা সহ জেলার সভাপতি ও উপস্থিত হয়েছিলেন দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধারকার্যে। সেখানে আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি শ্রী প্রকাশ চিক বড়াইক সাংবাদিকদের কি বার্তা দিলেন।

দেখুন নিচের ভিডিওতে:


বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

আলিপুরদুয়ারের মানবিক গোপাল বাবু

 


#BartamaanNews

আজ আলিপুরদুয়ার চৌপথী এলাকায় প্রতি বছরের ন্যায় এই বছরও গোপাল বাবু গরীব দুস্থ মানুষদের কম্বল বিতরণ করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও আলিপুরদুয়ার টাউন ব্লক সভাপতি শ্রী দীপ্ত চ্যাটার্জি মহাশয় ও অনন্যা বিশিষ্ট সমাজসেবক।



মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি