মোট পৃষ্ঠাদর্শন

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

হাথরস গণধর্ষণ কান্ডে গভীর রাতে ধর্ষিতার দেহ জ্বালিয়ে দিল যোগী পুলিশ!


 গণধর্ষণে মৃত তরুণীর দেহ জোর করে রাতারাতি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, মৃত তরুণীর পরিবারকে বাড়িতে তালাবন্ধ করে মঙ্গলবার রাত ২.৩০টে নাগাদ দেহটি সত্‍‌কার করে দেয় পুলিশ। নৃশংস গণধর্ষণের পরও অভিযোগ দায়েরের সময় কোনওরকম সহযোগিতা না-করার অভিযোগ উঠেছিল যোগী আদিত্যনাথের পুলিশের বিরুদ্ধে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

ঋতব্রত ও মৃদুলের নেতৃত্বে ফালাকাটায় বিজেপিতে ব্যাপক ভাঙন

 


আবার বিজেপিতে ভাঙন। এবার উত্তরবঙ্গের ফালাকাটায়। লোকসভায় বিজেপির সাফল্য পাওয়া উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও এবার বিজেপি শিবিরে ভাঙন ধরাতে শুর করেছে শাসক দল তৃণমূল।বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই গেরুয়া শিবিরের 'দল ভাঙানোর' রাজনীতিতে যেন তাল কাটছে। উলটে তৃণমূলের অনুকূলে জোয়ার আসছে। সোমবারও যেমন বিজেপির প্রতীকে নির্বাচিত আলিপুরদুয়ার-১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম সরকার অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগদান করলেন। উল্লেখ্য, এদিনই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই দলবদলের পর বিজেপির দাবি, একজন জনপ্রতিনিধি দল ছাড়লেও সংগঠনের কোনও ক্ষতি হবে না। যদিও গোটা রাজ্যজুড়েই যেভাবে বিজেপির ঘর ভাঙছে, তাতে আশঙ্কিত বহু জেলা নেতৃত্বও।

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

পদ হারিয়ে বিস্ফোরক রাহুল সিনহা


 আদি-নব্য দ্বন্দ্বে বিদ্রোহের আগুন রাজ্য বিজেপিতে। দলের জাতীয় সম্পাদকের পদ হারিয়ে শনিবার নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন দীর্ঘদিনের নেতা রাহুল সিনহা। পরোক্ষে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তাঁকে অসম্মান করা অভিযোগ এনেছেন তিনি। একইসঙ্গে দল ছাড়ার প্রচ্ছন্ন ইঙ্গিতও দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

আংরাভাসাতে হাতির উপদ্রবে শস্য হানি অকুস্থলে বিধায়ক শুক্রা মুন্ডা


নাগরাকাটার বিধায়ক শ্রী শুক্রা মুন্ডা আজ সকালে খবর পাওয়া মাত্রই বিন্নাগুড়ি বনরক্ষীদের সঙ্গে নিয়ে পৌঁছে যান আংরাভাসা 2 এর বাঁধ লাইনে। গতকাল রাতে একদল বুনো হাতি এসে ওই এলাকার বাসিন্দাদের পুরো ফসল নষ্ট করে ফেলে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

তুরতুরীতে ২৫টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে

 গত ১৪ই সেপ্টেম্বর আলিপুরদুয়ার জেলার তুরতুরী অন্চলের ২৫টি পরিবার মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়্ন কর্মকান্ডে সামিল হতে বিজেপি থেকে তৃণ্মূল কংগ্রেসে যোগদান করলেন|

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

যুবসমাজের মোদির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ‘জাতীয় বেরোজগার দিবস’ পালন

 


যুবসমাজের মোদির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পালিত হচ্ছে ‘জাতীয় বেরোজগার দিবস’ পালন
দেশের অর্থনীতির অবস্থা তলানিতে। সংস্থান নেই চাকরির। দেশজুড়ে রেকর্ড হারে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। সরকারি চাকরির প্রতিশ্রুতি মিলছে বটে, কিন্তু পরীক্ষা বা নিয়োগ কোনওটাই হচ্ছে না। হচ্ছে শুধু ফর্ম পূরণ। এই অব্যবস্থার প্রতিবাদের জন্য এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকেই বেছে নিয়েছে দেশের যুবসমাজের একাংশ। সোশ্যাল মিডিয়ায় মোদির জন্মদিন পালিত হচ্ছে ‘জাতীয় বেরোজগার দিবস’ হিসেবে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

মেচ পাড়া চা বাগানে চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের কমিটি গঠিত হলো


 আজ মেচ পাড়া চা বাগানে চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের একটি কমিটি গঠিত হয়। চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সভাপতি শ্রী মোহন শর্মার নেতৃত্বে এবং উপস্থিতিতে এই কমিটি গঠিত হয় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের অন্যান্য প্রধান নেতারা নেতৃবর্গ ওই কমিটির লিস্ট মেজপারা চা-বাগান কর্তৃপক্ষের হাতে তুলে দেন শ্রী মোহন শর্মা, শ্রী বাবলু মজুমদার ইত্যাদিরা।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

প্রবল বৃষ্টির জন্য আলিপুরদুয়ারের বন্যা পরিস্থিতি সরজমিনে দেখলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী

আজ কাক-ভোরেই আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকার জলমগ্ন পরিস্থিতি পরিদর্শনে বের হন বিধায়ক ড. সৌরভ চক্রবর্তী। তিনি ৮ নম্বর, ৯ নম্বর এবং ৫ নম্বর ওয়ার্ডের একাধিক জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন মহাকুমার শসক তথা পৌরসভার প্রশাসক শ্রী রাজেশ। বিধায়ক সৌরভ বাবু পুরসভার প্রশাসক এবং পৌরসভাকে সাধারণ মানুষের পাশে থাকার জন্য অনুরোধ জানান

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ

কেন্দ্রের বিজেপি সরকারের  উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে বঞ্চনা করা ও রাজ্যের প্রাপ্য আর্থিক পাওনা থেকে বঞ্চনা করা,ব্যাপকভাবে কর্মী সংকোচন,বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ সহ বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে আজ আলিপুরদুয়ার চৌপথিতে রাজ্য তৃণমূল কংগ্রেস এর নির্দেশে আলিপুরদুয়ার টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হলো।

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

কালচিনিতে পনেরশো বিজেপি কর্মী তৃণমূলের পতাকা হাতে নিলেন

#কালচিনিতে_পনেরশো_বিজেপি_কর্মীর_তৃণমূলে_যোগদান
আলিপুরদুয়ার জেলা তৃণমূল কার্যালয়ে কালচিনি ব্লক থেকে লুঙ্গি গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্র টি মুক্তি মোর্চার  ব্লক সভাপতি শ্রী সিকন্দর আনসারী  ও কমিটির নেত্রী নিশার আনসারী  প্রায় ১৫০০ BJP কর্মী নিয়ে কালচিনির প্রভাবশালী তৃণমূল নেতা শ্রী সন্দীপ এক্কার নেতৃত্বে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

১০০ শতাংশ সাফল্য চাইছে তৃণমূল, একুশের আগে পাখির চোখ ফালাকাটা

বিধানসভা নির্বাচনের আগে ফালাকাট উপনির্বাচনের দিকে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কেননা রাজ্যের শাসকদল মনে করছে কর্মীদের মনোবল বাড়াতে ফালাকাট উপনির্বাচন জেতা উচিত। তা না হলে ২০২১-এর বিধানসভা নির্বাচনে তা প্রভাব ফেলতে পারে। তৃণমূল তাই এই কেন্দ্রে জয়ের লক্ষ্যে বিশেষ কৌশল অবলম্বন করল।
সম্প্রতি ফালাকাটা উপনির্বাচন নিয়ে একটি বৈঠক হয় তৃণমূলে। ফালাকাটা কমিউনিটি হলে সেই বৈঠকে নেতাদের নির্দেশ দেওয়া হয় কালবিলম্ব না করে বাড়ি বাড়ি প্রচার শুরু করতে।

হাতিঘিসায় চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সভা

বিক্কি চক্রবর্তী, কালচিনি
আজ নক্সলবাড়ি হাতিঘিসায়, চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন তরাই শাখার উদ্যোগে চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন-এর রাজ্য সভাপতি মোহন শর্মা মহাশয়, তরাই-এর সমস্ত চা বাগানের শ্রমিক প্রতিনিধিদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা সভা করেন।

উক্ত সভায় শ্রমিকদের আগামী বোনাস সহ বিভিন্ন সমস্যা ও আগামী আন্দোলনের রণনীতি নিয়ে আলোচনা হয় এবং এই মাসের মধ্যেই এক দিবসীয় সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়।


শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

পুলিশের কম্যান্ডিং অফিসার দেবশ্রী চ্যাটার্জির মৃত্যুতে কলকাতা শোকাহত

হুগলিতে কলকাতা পুলিশের ১২ নং ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার দেবশ্রী চ্যাটার্জির দুর্ঘটনায় মৃত্যুতে বহু মানুষ গভীরভাবে শোকাহত। তিনি আজ হুগলির দাদপুরে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান। প্রাণ হারিয়েছেন তাঁর দেহরক্ষী এবং গাড়ির চালকও। বয়স হয়েছিল ৪৫ বছর।

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

সেরার শিরোপা পেল বাংলা, রাষ্ট্রসংঘে পুরস্কৃত ‘সবুজ সাথী’ ও ‘উৎকর্ষ বাংলা’

আন্তর্জাতিক মঞ্চে বাংলার জয়জয়কার। রাষ্ট্রসংঘে সেরার পুরস্কার পেল রাজ্য সরকারের সবুজ সাথী (Sabooj Sathi) প্রকল্প। ১৬০টি দেশের মধ্যে বিশ্বসেরার মুকুট উঠল বাংলার মাথায়। যা নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকারের বিরাট সাফল্য।
এখানেই শেষ নয়, স্কিল ডেভেলপমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজ্যের উৎকর্ষ বাংলা (Utkarsh Bangla) প্রকল্প।

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি