মোট পৃষ্ঠাদর্শন

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

#MGM এর উদ্যোগে বারাসতে বৃহত্তম রক্তদান শিবির

 


গত ১১ই অক্টোবর জয়নগর কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস এবং  #MGM- মানবতার গর্ব মমতার পক্ষ থেকে যৌথ ভাবে দক্ষিণ ২৪ পরগণার দক্ষিণ বারাসতে আয়োজিত হয় বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবির। এই অনুষ্ঠানে ৯৬১ এর বেশি রক্তদাতা রক্ত দান করেছেন। হ্যাঁ ঠিকই শুনেছেন ৯৬১ জন রক্তদাতা। এই করোনা আবহেও মানুষ দাঁড়িয়েছে মানুষের পাশেই। হ্যাঁ যেভাবে মমতা ব্যানার্জী মানুষের পাশে দাঁড়ান। এই ৯৬১ পাউচ রক্তে হয়তো বেঁচে যাবে কয়েকটি মুমূর্ষ প্রাণ।

বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

বাজার এবং গণতন্ত্ৰের বিপনন

বাজার এবং গণতন্ত্ৰের  বিপনন   
কিংশুক চক্ৰবর্তী

কিংশুক চক্ৰবর্তী
কিংশুক চক্ৰবর্তী

এই বিশ্বে যেকোনো অধিকারের তুলনায় অর্থনৈতিক অধিকার খুবই গুরুত্বপূর্ণ৷ আৰ্থিক অধিকারকে অৰ্জন করতে প্ৰতিটি মানুষ এক সংগ্ৰামপূর্ণ জীবন যাপন করে চলেছে যেখানে কখনো কখনো নিজের জীবন যেন মূল্যহীন হয়ে যায়।  নিরাপত্তাহীন জীবন যাপনকে বয়ে নিয়ে যাওয়া মানুষের কাছে রাজনৈতিক এবং নাগরিক অধিকারগুলির কোনো  প্ৰাসঙ্গীকতা আছে কি ? কারণ যে সমাজ ব্যবস্থায় সর্বত্ৰ এক চরম অভাববোধ বিরাজ করছে সেখানে গনতান্ত্ৰিক তথা নাগরিক অধিকারগুলির  অবস্থা বিলাসী সামগ্ৰীর মতোই ৷ যাকে দেখতে শুনতে ভালোই লাগে কিন্তু অর্জন করতেই যোগ্যতার প্ৰশ্ন এসে যায় । অথচ নীতিগত ভাবে গণতান্ত্ৰিক বা নাগরিক অধিকারগুলিকে অগ্ৰাহ্য করা যায় না কারণ এই অধিকারগুলির মধ্যে দিয়েই মানুষ বাস্তবিক ভাবে  অর্থনৈতিক স্বাধীনতাকে অর্জন করতে পারে ।

শনিবার, ৭ নভেম্বর, ২০২০

মাস্ক ছাড়াই সফর, স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দায়িত্বজ্ঞান’ নিয়ে প্রশ্ন উঠছে

 


করোনা-আবহে বাংলায় এসে মাস্ক ছাড়া সফর নিয়ে বিতর্কের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার প্রথমে দক্ষিণেশ্বর মন্দির এবং পরে সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে একাধিকবার মাস্ক ছাড়াই দেখা গিয়েছে অমিত শাহকে। সঙ্গত কারণেই তা নিয়ে উঠেছে প্রশ্ন। সেই প্রশ্ন আরও জোরাল হয়েছে অমিত নিজে এর আগে করোনায় আক্রান্ত হওয়ায়। তৃণমূল সাংসদ সৌগত রায় যেমন বলেছেন, ‘‘এটা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন আচরণ।’’ তবে শুধু তৃণমূলই নয়, গোটা ঘটনাপ্রবাহে অমিতের ‘দায়িত্বজ্ঞান’-এর অভাব দেখছেন চিকিৎসকরাও।

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

ভোটে সন্ত্রাস হবে না,বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

 


আজ পিকে ও তৃণমূলের তরফে টুইটারে একটি হ্যাশট্যগ #BengalAsksAmitShah যেমন ভাইরাল হযেছে অমিত শাহের বিপক্ষে অন্যদিকে অমিত শাহ ২১শের ভোট নিয়ে মোদ্দা কি কি বললেন জানুন নিচের খবরে| সকালের দিকে অমিত শাহ বলেন, “এই ভূমি শ্রীরামকৃষ্ণ, শ্রীচৈতন্যের। বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে হবে। তোষণের রাজনীতিতে ঐতিহ্য ক্ষুণ্ন হচ্ছে। বাংলার এই ভূমি পবিত্রভূমি। বাংলাবাসীকে বলব একজোট হয়ে দায়িত্বপালন করুন। মা কালীর কাছে গোটা দেশ তথা বাংলার মঙ্গল কামনা করেছি। মোদির নেতৃত্বে দেশ সেরার সেরা হবে তাই চাই।

বুধবার, ৪ নভেম্বর, ২০২০

গ্রেফতার সাংবাদিক অর্ণব গোস্বামী,আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ

 


ঋণ শোধ না করা এবং আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ। আর তাতেই সাংবাদিক অর্ণব গোস্বামীকে থানায় নিয়ে গেল মহারাষ্ট্র সিআইডি। সূত্রের খবর, রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ।২০১৮ সালে এক ইন্টিরিয়র ডিজাইনার ও তাঁর মায়ের আত্মহত্যার মামলায় অর্ণবের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনেন মৃতর মেয়ে। সেই মামলা সূত্রেই এই গ্রেফতারি বলে জানা গিয়েছে।

বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

ভোটের আগে তৃণমূলের নয়া কর্মসূচি ‘মার্ক ইওরসেল্ফ সেফ ফ্রম বিজেপি'

 


এখনো বাংলায় বিধানসভা নির্বাচন হতে বেশ কয়েক মাস দেরি। তবুও সময় নষ্ট না করে পুজোর মধ্যেই বিজেপির বিরুদ্ধে নতুন প্রচার কর্মসূচি শুরু করে দিল রাজ্যের শাসকদল। তৃণমূলের এই নয়া কর্মসূচির নাম ‘মার্ক ইওরসেল্ফ সেফ ফ্রম বিজেপি’ অর্থাৎ নিজেকে বিজেপির থেকে সুরক্ষিত বলে চিহ্নিত করুন।রাজ‍্য তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কোভিড পরিস্থিতিতে প্রচার মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে ডিজিটাল প্ল্যার্টফর্মকে। এই কর্মসূচির প্রচার মূলত সোশ্যাল মিডিয়াতেই চালানো হবে। প্রচারের জন্য savebengalfrombjp.com নামে একটি ওয়েবসাইটও খোলা হয়েছে।

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

তুর্কী নেতা সন্দীপ এক্কার নেতৃত্বে কালচিনিতে বিজেপি ভাঙ্গার খেলায় প্রায় নিশ্চিহ্ন বিজেপি


 তিনি একাধারে বিষ্ণুর মতো বিজেপিকে পালন পোষণ করে লোকসভা ভোটে অবিশ্বাস্য সংখ্যক ভোটে কালচিনিতে বিজেপিকে জিতিয়েছিলেন ভেবেছিলেন বিজেপি সত্যই মানুষের জন্য কিছু করবে। কিন্তু মোহভঙ্গ হতে বেশি সময় লাগেনি তাই বর্তমানে রুদ্র শিবের মূর্তি ধরে বিজেপিকে তছনছ করে দিচ্ছেন। প্রাক্তন আদিবাসী বিকাশ পরিষদের এই জনপ্রিয় নেতা বিজেপি ছেড়ে বর্তমানে তৃণমূলে যোগদান করেছেন।

শনিবার, ১০ অক্টোবর, ২০২০

বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টায় আছে : বিজিএম

 

বিজেপির নবান্ন অভিযান কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে ব্যাপক প্রচার শুরু হয়েছে। ওই মিছিল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় ঘটনাটিতে অতিরিক্ত মাত্রা যোগ হয়েছে। সর্বত্রই তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই প্রচার ভাইরাল হয়েছে এবং বিজেপি প্রবল সমালোচনার মুখে পড়েছে। পাশাপাশি  বিজেপির তরফ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রচার তেমন কোনো সাড়া ফেলতে পারেনি।

বুধবার, ৭ অক্টোবর, ২০২০

দুই জেলায় তৃণমূলে অন্তরদলীয় কোন্দল

 আলিপুরদুয়ারে ক্ষুব্ধ আশিস দত্ত দলের পদ ছাড়লেন। 


কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে এবারে আলিপুরদুয়ারে বিদ্রোহী হলেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আশিস দত্ত। মঙ্গলবার তিনি তৃণমূলের জেলা সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। তার ইস্তফার খবর ছড়িয়ে পড়তেই শাসক দলের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়। তবে দলের জেলা শহর সভাপতি পদ থেকে ইস্তফা দিলেও একজন সাধারন তৃণমূল কর্মী হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন আশিষ বাবু।

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

হ্যামিলটনগঞ্জে তৃণমূলের ধিক্কার মিছিল

 


আজ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ক্রিয়া-কলাপ এবং হাথরস ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে কালচিনি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালচিনি থেকে একটি ধিক্কার মিছিল বেরিয়ে হ্যামিল্টন গঞ্জের বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়। এই মিছিলটিতে হাজার দেড়েক মানুষ উপস্থিত ছিলেন। মিছিলটির নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের কালচিনি ব্লকের নবনিযুক্ত সভাপতি গণেশ মহালি, সহ-সভাপতি সন্দ্বীপ এক্কা সহ আরো অন্যান্য কয়েকজন নেতা। 

শনিবার, ৩ অক্টোবর, ২০২০

দেশের সবথেকে বড় অতিমারী হল বিজেপি

 


উত্তর প্রদেশের হাথরসে ১৯ বছর বয়সী দলিত মহিলাকে গণধর্ষণ ও পরবর্তী মৃত্যুর বিরুদ্ধে মমতা বন্দোপাধ্যায় আজ একটি প্রতিবাদ মিছিল নিয়ে পথে নামেন। তৃণমূল নেতাদের বক্তব্য বিজেপি সরকার টিএমসিকে ভয় পাচ্ছে। প্রথমে তারা অবৈধ কৌশল অবলম্বন করেছিল এবং ধর্ষণের শিকারের লাশ একটি অবৈধ উপায়ে রাতের অন্ধকারে শেষকৃত্য করল।

শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

হাথরসের পথে তৃণমূলের ডেলিগেটদের উপর ইউপি পুলিশের চরম অত্যাচার


আজ তৃণমূল  কংগ্রেসের তরফ থেকে একটি ডেলিগেট যাচ্ছিলেন হাথরসে ধর্ষিতা কন‍্যার পরিবারের সঙ্গে দেখা করতে ও সমবেদনা  জানাতে। ধর্ষিতার বাড়িতে পৌছবার মাত্র দেড় কিলোমিটার আগেই ইউপি পুলিশ ওই ডেলিগেটদের পথ আটকায়। ওই ডেলিগেটের সদস্যদের সঙ্গে ইউপি পুলিশ চরম অমানবিক ব্যবহার করেন।

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

হাথরসে পীড়িতার বাড়ি যাওয়ার পথে রাহুল গান্ধীর উপর পুলিশের লাঠিচার্জ


 হাথরস গ্যাংরেপ কান্ডে মৃত দলিত কন‍্যার পরিবারের সঙ্গে দেখা করতে যাবার সময় রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর গাড়ি  যমুনা এক্সপ্রেস ওয়ের উপর ইউপি পুলিশ  আটক করে। পুলিশ তাদের গাড়ি আটকাবার পর রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী হেঁটেই মৃতার বাড়িতে পৌছাবার চেষ্টা করেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

হাথরস গণধর্ষণ কান্ডে গভীর রাতে ধর্ষিতার দেহ জ্বালিয়ে দিল যোগী পুলিশ!


 গণধর্ষণে মৃত তরুণীর দেহ জোর করে রাতারাতি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, মৃত তরুণীর পরিবারকে বাড়িতে তালাবন্ধ করে মঙ্গলবার রাত ২.৩০টে নাগাদ দেহটি সত্‍‌কার করে দেয় পুলিশ। নৃশংস গণধর্ষণের পরও অভিযোগ দায়েরের সময় কোনওরকম সহযোগিতা না-করার অভিযোগ উঠেছিল যোগী আদিত্যনাথের পুলিশের বিরুদ্ধে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

ঋতব্রত ও মৃদুলের নেতৃত্বে ফালাকাটায় বিজেপিতে ব্যাপক ভাঙন

 


আবার বিজেপিতে ভাঙন। এবার উত্তরবঙ্গের ফালাকাটায়। লোকসভায় বিজেপির সাফল্য পাওয়া উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও এবার বিজেপি শিবিরে ভাঙন ধরাতে শুর করেছে শাসক দল তৃণমূল।বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই গেরুয়া শিবিরের 'দল ভাঙানোর' রাজনীতিতে যেন তাল কাটছে। উলটে তৃণমূলের অনুকূলে জোয়ার আসছে। সোমবারও যেমন বিজেপির প্রতীকে নির্বাচিত আলিপুরদুয়ার-১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম সরকার অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগদান করলেন। উল্লেখ্য, এদিনই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই দলবদলের পর বিজেপির দাবি, একজন জনপ্রতিনিধি দল ছাড়লেও সংগঠনের কোনও ক্ষতি হবে না। যদিও গোটা রাজ্যজুড়েই যেভাবে বিজেপির ঘর ভাঙছে, তাতে আশঙ্কিত বহু জেলা নেতৃত্বও।

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

পদ হারিয়ে বিস্ফোরক রাহুল সিনহা


 আদি-নব্য দ্বন্দ্বে বিদ্রোহের আগুন রাজ্য বিজেপিতে। দলের জাতীয় সম্পাদকের পদ হারিয়ে শনিবার নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন দীর্ঘদিনের নেতা রাহুল সিনহা। পরোক্ষে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তাঁকে অসম্মান করা অভিযোগ এনেছেন তিনি। একইসঙ্গে দল ছাড়ার প্রচ্ছন্ন ইঙ্গিতও দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

আংরাভাসাতে হাতির উপদ্রবে শস্য হানি অকুস্থলে বিধায়ক শুক্রা মুন্ডা


নাগরাকাটার বিধায়ক শ্রী শুক্রা মুন্ডা আজ সকালে খবর পাওয়া মাত্রই বিন্নাগুড়ি বনরক্ষীদের সঙ্গে নিয়ে পৌঁছে যান আংরাভাসা 2 এর বাঁধ লাইনে। গতকাল রাতে একদল বুনো হাতি এসে ওই এলাকার বাসিন্দাদের পুরো ফসল নষ্ট করে ফেলে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

তুরতুরীতে ২৫টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে

 গত ১৪ই সেপ্টেম্বর আলিপুরদুয়ার জেলার তুরতুরী অন্চলের ২৫টি পরিবার মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়্ন কর্মকান্ডে সামিল হতে বিজেপি থেকে তৃণ্মূল কংগ্রেসে যোগদান করলেন|

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

যুবসমাজের মোদির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ‘জাতীয় বেরোজগার দিবস’ পালন

 


যুবসমাজের মোদির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পালিত হচ্ছে ‘জাতীয় বেরোজগার দিবস’ পালন
দেশের অর্থনীতির অবস্থা তলানিতে। সংস্থান নেই চাকরির। দেশজুড়ে রেকর্ড হারে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। সরকারি চাকরির প্রতিশ্রুতি মিলছে বটে, কিন্তু পরীক্ষা বা নিয়োগ কোনওটাই হচ্ছে না। হচ্ছে শুধু ফর্ম পূরণ। এই অব্যবস্থার প্রতিবাদের জন্য এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকেই বেছে নিয়েছে দেশের যুবসমাজের একাংশ। সোশ্যাল মিডিয়ায় মোদির জন্মদিন পালিত হচ্ছে ‘জাতীয় বেরোজগার দিবস’ হিসেবে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

মেচ পাড়া চা বাগানে চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের কমিটি গঠিত হলো


 আজ মেচ পাড়া চা বাগানে চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের একটি কমিটি গঠিত হয়। চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সভাপতি শ্রী মোহন শর্মার নেতৃত্বে এবং উপস্থিতিতে এই কমিটি গঠিত হয় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের অন্যান্য প্রধান নেতারা নেতৃবর্গ ওই কমিটির লিস্ট মেজপারা চা-বাগান কর্তৃপক্ষের হাতে তুলে দেন শ্রী মোহন শর্মা, শ্রী বাবলু মজুমদার ইত্যাদিরা।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

প্রবল বৃষ্টির জন্য আলিপুরদুয়ারের বন্যা পরিস্থিতি সরজমিনে দেখলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী

আজ কাক-ভোরেই আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকার জলমগ্ন পরিস্থিতি পরিদর্শনে বের হন বিধায়ক ড. সৌরভ চক্রবর্তী। তিনি ৮ নম্বর, ৯ নম্বর এবং ৫ নম্বর ওয়ার্ডের একাধিক জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন মহাকুমার শসক তথা পৌরসভার প্রশাসক শ্রী রাজেশ। বিধায়ক সৌরভ বাবু পুরসভার প্রশাসক এবং পৌরসভাকে সাধারণ মানুষের পাশে থাকার জন্য অনুরোধ জানান

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ

কেন্দ্রের বিজেপি সরকারের  উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে বঞ্চনা করা ও রাজ্যের প্রাপ্য আর্থিক পাওনা থেকে বঞ্চনা করা,ব্যাপকভাবে কর্মী সংকোচন,বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ সহ বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে আজ আলিপুরদুয়ার চৌপথিতে রাজ্য তৃণমূল কংগ্রেস এর নির্দেশে আলিপুরদুয়ার টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হলো।

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

কালচিনিতে পনেরশো বিজেপি কর্মী তৃণমূলের পতাকা হাতে নিলেন

#কালচিনিতে_পনেরশো_বিজেপি_কর্মীর_তৃণমূলে_যোগদান
আলিপুরদুয়ার জেলা তৃণমূল কার্যালয়ে কালচিনি ব্লক থেকে লুঙ্গি গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্র টি মুক্তি মোর্চার  ব্লক সভাপতি শ্রী সিকন্দর আনসারী  ও কমিটির নেত্রী নিশার আনসারী  প্রায় ১৫০০ BJP কর্মী নিয়ে কালচিনির প্রভাবশালী তৃণমূল নেতা শ্রী সন্দীপ এক্কার নেতৃত্বে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

১০০ শতাংশ সাফল্য চাইছে তৃণমূল, একুশের আগে পাখির চোখ ফালাকাটা

বিধানসভা নির্বাচনের আগে ফালাকাট উপনির্বাচনের দিকে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কেননা রাজ্যের শাসকদল মনে করছে কর্মীদের মনোবল বাড়াতে ফালাকাট উপনির্বাচন জেতা উচিত। তা না হলে ২০২১-এর বিধানসভা নির্বাচনে তা প্রভাব ফেলতে পারে। তৃণমূল তাই এই কেন্দ্রে জয়ের লক্ষ্যে বিশেষ কৌশল অবলম্বন করল।
সম্প্রতি ফালাকাটা উপনির্বাচন নিয়ে একটি বৈঠক হয় তৃণমূলে। ফালাকাটা কমিউনিটি হলে সেই বৈঠকে নেতাদের নির্দেশ দেওয়া হয় কালবিলম্ব না করে বাড়ি বাড়ি প্রচার শুরু করতে।

হাতিঘিসায় চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সভা

বিক্কি চক্রবর্তী, কালচিনি
আজ নক্সলবাড়ি হাতিঘিসায়, চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন তরাই শাখার উদ্যোগে চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন-এর রাজ্য সভাপতি মোহন শর্মা মহাশয়, তরাই-এর সমস্ত চা বাগানের শ্রমিক প্রতিনিধিদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা সভা করেন।

উক্ত সভায় শ্রমিকদের আগামী বোনাস সহ বিভিন্ন সমস্যা ও আগামী আন্দোলনের রণনীতি নিয়ে আলোচনা হয় এবং এই মাসের মধ্যেই এক দিবসীয় সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়।


শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

পুলিশের কম্যান্ডিং অফিসার দেবশ্রী চ্যাটার্জির মৃত্যুতে কলকাতা শোকাহত

হুগলিতে কলকাতা পুলিশের ১২ নং ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার দেবশ্রী চ্যাটার্জির দুর্ঘটনায় মৃত্যুতে বহু মানুষ গভীরভাবে শোকাহত। তিনি আজ হুগলির দাদপুরে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান। প্রাণ হারিয়েছেন তাঁর দেহরক্ষী এবং গাড়ির চালকও। বয়স হয়েছিল ৪৫ বছর।

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

সেরার শিরোপা পেল বাংলা, রাষ্ট্রসংঘে পুরস্কৃত ‘সবুজ সাথী’ ও ‘উৎকর্ষ বাংলা’

আন্তর্জাতিক মঞ্চে বাংলার জয়জয়কার। রাষ্ট্রসংঘে সেরার পুরস্কার পেল রাজ্য সরকারের সবুজ সাথী (Sabooj Sathi) প্রকল্প। ১৬০টি দেশের মধ্যে বিশ্বসেরার মুকুট উঠল বাংলার মাথায়। যা নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকারের বিরাট সাফল্য।
এখানেই শেষ নয়, স্কিল ডেভেলপমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজ্যের উৎকর্ষ বাংলা (Utkarsh Bangla) প্রকল্প।

রবিবার, ১৯ জুলাই, ২০২০

হামিল্টনগঞ্জে বিজেপির কুশাসনের বিরুদ্ধে তৃণমূলের মিছিল

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ও বিজেপির বিধায়কের আত্মহত্যাকে হত্যা বলে মিথ্যা প্রচার করে বাজার গরম করার চেষ্টার বিরুদ্ধে শনিবার তৃণমূলের লতাবাড়ি অঞ্চল কমিটি থেকে কালচিনি ব্লকের হ্যামিল্টন গঞ্জ এলাকায় এক বিশাল মিছিল বার করা হয়।

মুখ্যমন্ত্রীর চেষ্টায় নাগরাকাটা ব্লক হসপিটালে ট্রুনেট মেশিন বসানো হলো

জনগণের কথা রেখেছেন মুখ্যমন্ত্রী , বললেন আদিবাসী নেতা ও রাজ্যের বিধায়ক শুক্রা মুন্ডা। নাগড়াকাটা ব্লক হাসপাতালে Covid-19 টেস্ট এর জন্য ট্রুনেট মেশিন বসানো হলো|

মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

রেশনের বরাদ্দ নিয়ে মমতা ব্যানার্জ্জী কি বললেন

মা মাটি মানুষের পাশে আছে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তার নেতত্বাধীন বাংলার সরকার জনকল্যাণে নিয়োজিত রয়েছে সবসময়।
আগামী এক বছর বিনামূল্যে রেশন পাবে

শুক্রবার, ২৬ জুন, ২০২০

গরুমারায় চন্দ্রচূড় ওয়াচ টাওয়ারের উদ্বোধন করলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়

আজ পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত বনমন্ত্রী শ্রী রাজীব বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে গরুমারা জাতীয় উদ্যান এর চন্দ্রচুর ওয়াচ টাওয়ার শুভ উদ্বোধন করা হলো , সাথে ছিলেন নাগড়াকাটা বিধানসভার বিধায়ক শ্রী সুকরা মুন্ডা ,

শনিবার, ১৬ মে, ২০২০

শ্রমিকদের নিয়ে কোন ট্রেন কখন ফিরছে বাংলায়

কেরলের যেসব স্টেশন থেকে  কোচবিহার পর্যন্ত ট্রেন চলবে তার একটি তালিকা প্রকাশ করা হলো :
শেয়ার করে কেরলে আটকে পরা  পরিযায়ী শ্রমিক বন্ধুদের নিকট পৌঁছে দিন :
#Share_now
_______________________________
18/05/20 কেরলের  Kotteyam To New Cooch Behar

21/05/20 কেরলের  Malappuram To New Cooch Behar

22/05/20 কেরলের  Kollam Jn To New Cooch Behar

রবিবার, ১২ এপ্রিল, ২০২০

কামাখ্যাগুড়িতে করোনা বিপর্যয় মোকাবিলায় খাদ্য সামগ্রী বিতরণ

আজ কামাখ্যাগুড়ি সোশ্যাল অর্গানাইজেশন এর তরফ থেকে কামাখ্যাগুড়ি আশ্রয় এ এলাকার মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রায় 550 জন মানুষ খাদ্য সামগ্রী গ্রহণ করেন।

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

বন্ধ চা বাগানের শ্রমিক পরিবারের সন্তানদের সঙ্গে দোল উৎসবে মেতে উঠলো কালচিনি নাগরিক মঞ্চ


বন্ধ চা বাগানের শ্রমিক পরিবারের সন্তানদের  সঙ্গে দোল উৎসবে মেতে উঠলো কালচিনি নাগরিক মঞ্চের সদস্যরা। সোমবার ডুয়ার্সের বন্ধ কালচিনি চা বাগানে শ্রমিক পরিবারের সন্তানদের সাথে হোলি খেলেন কালচিনি নাগরিক মঞ্চের সদস্যরা।
এদিন বন্ধ চা বাগানের সমস্ত শ্রমিক পরিবারের সন্তানদের কালচিনি নাগরিক মঞ্চের পক্ষ থেকে রঙ খেলার সামগ্ৰী প্রদান করা হয় । কালচিনি নাগরিক মঞ্চের চেয়ারম্যান বিনয় নার্জিনারী ও বিশিষ্ট জননেতা ও সমাজসেবী রঞ্জিত ঘোষ জানান যে আমরা সবাই চা বলয়ের সন্তান আর বন্ধ চা বাগানের অবস্থা কারো অজনা নয় ।

শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

তরাই ডুয়ার্স প্লান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নের কনভেনশন

আজ ২১ জানুয়ারী ২০২০ নাগরাকাটা আদিবাসী চর্চা কেন্দ্রে তরাই ডুয়ার্স প্লান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নের তরফে তরাই ডুয়ার্স এর প্রায় 500 শ্রমিক নেতাদের উপস্থিতিতে একটি কনভেনশন অনুষ্ঠিত হলো। চা শ্রমিকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ ব্যবহার, ভবিষ্যৎ কর্মপন্থা এবং আন্দোলনের রূপরেখা স্থির করাই এই কনভেনশনের মুখ্য উদ্দেশ্য ছিল।

তরাই ডুয়ার্স এর  বিভিন্ন ক্ষেত্র থেকে আগত  শ্রমিক নেতারা চা শ্রমিকদের অবর্ণনীয় দুর্দশার কথা ওই সভায় তুলে ধরেন ও তার প্রতিকারের পথ নির্ধারণ সম্পর্কিত আলোচনা করেন। আলিপুরদুয়ারের সাংসদ চা শ্রমিকদের জন্য যে কিছুই করছেন না ও মানুষকে নানা পন্থায় বিভ্রান্ত করছেন তা কেন্দ্রীয় সরকারের বাজেটেই প্রতিফলিত হয়েছে বলে অনেকে অভিমত প্রকাশ করেন।

বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

ফালাকাটায় তৃণমূলের মেগা মিছিল

এনআরসি এনপিআর ও সি এ এ এর বিরুদ্ধে ফালাকাটায় মেগা র‍্যেলি করল আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। প্রায় এক লক্ষ লোকের এই ঐতিহাসিক মিছিল কয়েক ঘণ্টার জন্য ফালাকাটার রাস্তাঘাট কে স্তব্ধ করে রাখে। 

এই মিছিলে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী সহ রাজ্যের দুই মন্ত্রী মন্ত্রী পূর্ণেন্দু বসু ও রাজীব বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য কয়েকজন জেলা নেতা। অবশেষে ফালাকাটা চৌপথি তে তারা একটি পথসভা করেন সেখান থেকে তারা এনআরসি এনপিআর ও সি এ এ এর বিরুদ্ধে বক্তব্য রাখেন নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি গুলো সম্পর্কেও তারা বিশদে বক্তব্য রাখেন। 

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

গেরুয়া শিবিরে নাম লেখালেন আলিপুরদুয়ারের সাংবাদিক সুমন কাঞ্জিলাল

Image
আসন্ন পুর ভোটের আগে নতুন জেলা কমিটি গঠন করলো আলিপুরদুয়ার জেলা বিজেপি। সোমবার আলিপুরদুয়ার বিজেপি জেলা কমিটি 21 জনের একটি নামের তালিকা প্রকাশ করে।

ওই তালিকায় অন্যান্য কিছু নতুন মুখের সঙ্গে জেলা সাধারণ সম্পাদক হিসেবে আলিপুরদুয়ারের এক সাংবাদিক সুমন কাঞ্জিলালের নাম দেখা যায়। সূত্রের খবর কলেজ জীবনে ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত থাকার পর তাকে আর রাজনীতির আঙিনায় দেখা যায়নি। দীর্ঘদিন তিনি সাংবাদিক হিসেবেই পরিচিত ছিলেন।

সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

রাজনৈতিক ভাবে আন্দোলন মোকাবিলার সাহস নেই, ভয় পেয়েছে বিজেপি : মমতা

Image
ফাইল ছবি (PTI)
ওরা ভয় পেয়েছে। তাই CAA আন্দোলনকারীদের কাছে গিয়ে গুলি চালাচ্ছে তারা। রাজনৈতিকভাবে পরিস্থিতির মোকাবিলা করার সাহস নেই কেন্দ্রের শাসকদলের। সোমবার নবান্ন থেকে বেরনোর সময় এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যদি কেউ কোথাও শান্তিপূর্ণ আন্দোলন করে তাহলে কোনও সমস্যা নেই। সেকথা তো সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছে। আমাদের এখানেও পার্ক সার্কাসে ওরা বসে রয়েছে। আমরা তাদের কোনও ভাবে বিরক্ত করিনি। শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার সবার আছে।'

রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

আলিপুরদুয়ার বিজেপির 9 নম্বর মণ্ডলের অভিনন্দন যাত্রায় অন্তর্দলীয় কোন্দল চোখে পড়ার মতো

Image
আলিপুরদুয়ার বিজেপি 9 নম্বর মন্ডলের অভিনন্দন যাত্রায় জনা পঞ্চাশেক নেতা-কর্মীদের উপস্থিতি দেখা গেল। স্থানীয় মানুষজনের কোন আগ্রহ বা উপস্থিতি ছিল না। ছিল না  চা বাগান কর্মীদের উপস্থিতি। তাই নমো নমো করে অভিনন্দন যাত্রা সারলেন তারা।
কিছুদিন আগে নয় নম্বর মণ্ডলের জনপ্রিয় সভাপতিকে জেলা সভাপতি অপসারণ করেন, স্থানীয় লোকজন ওয়াকিবহাল মহল মনে করছেন এটি তারই ফলাফল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা জানালেন যে 9 নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতির সঙ্গেই অধিকাংশ নেতা ও কর্মীরা আছেন। এবং তারা কেউই অভিনন্দন যাত্রায় অংশগ্রহণ করেননি। ফলে আলিপুরদুয়ারে বিজেপির এই নয় নম্বর মন্ডলটি শক্তিহীন হয়ে পড়েছে।

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি