গত ১১ই অক্টোবর জয়নগর কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস এবং #MGM- মানবতার গর্ব মমতার পক্ষ থেকে যৌথ ভাবে দক্ষিণ ২৪ পরগণার দক্ষিণ বারাসতে আয়োজিত হয় বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবির। এই অনুষ্ঠানে ৯৬১ এর বেশি রক্তদাতা রক্ত দান করেছেন। হ্যাঁ ঠিকই শুনেছেন ৯৬১ জন রক্তদাতা। এই করোনা আবহেও মানুষ দাঁড়িয়েছে মানুষের পাশেই। হ্যাঁ যেভাবে মমতা ব্যানার্জী মানুষের পাশে দাঁড়ান। এই ৯৬১ পাউচ রক্তে হয়তো বেঁচে যাবে কয়েকটি মুমূর্ষ প্রাণ।